যশোরে ঘোড়ার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার, যশোর: যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের তীরেরহাট গ্রামে বিশাল ঘোড়ার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জানুয়ারি) বিকালে প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, জেলা যুবলীগ নেতা ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল।

হৈবতপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল হক বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন লেবুতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলীমুজ্জামান মিলন, চুড়ামনকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দাউদ হোসেন দফাদার, হৈবতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সিদ্দিক, কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম, রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফ, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সোহরাব হোসেন ও নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহমেদ।
হৈবতপুর ইউনিয়ন পরিষদের সদস্য আলমগীর হোসেনের স লনায় এ সময় বক্তব্য রাখেন হৈবতপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাজেদুল হাসান মিন্টু, ইউপি সদস্য আহম্মদ আলী, শামসুল হক, কাশিমপুর ইউনিয়ন পরিষদের সদস্য লিয়াকত হোসেন টিপু, আশরাফুজ্জামান লিটন, মতিয়ার রহমান, আসাদুজ্জামান খোকন, শাহজান হোসেন, ইকবাল হোসেন ও হৈবতপুর ইউনিয়ন যুবলীগ নেতা ইমামুল ইসলাম শান্তি।
হৈবতপুর, চুড়ামনকাটি, ইছালী, কাশিমপুরসহ চৌগাছার উপজেলার ফুলসারা ইউনিয়নের থেকে হাজার হাজার ক্রীড়ামোদি সাধারণ মানুষ খেলা দেখতে আসেন। পঁাচ রাউন্ডের খেলায় ৪০ জন প্রতিযোগি অংশ নেন। প্রতিযোগিতায় চৌগাছার দশপাকিয়া গ্রামের মিলন হোসেন প্রথম, নড়াইলের শাহিন হোসেন দ্বিতীয় ও সদর উপজেলার ইছালী ইউনিয়নের রাজাপুর গ্রামের রাশেদুল ইসলাম তৃতীয় স্থান অধিকার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *