মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শ্বশুর-জামাইয়ের মৃত্যু

নিউজটি শেয়ার লাইক দিন

বরিশাল প্রতিনিধি: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার গজারিয়া নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শ্বশুর ও জামাইয়ের মৃত্যু হয়েছে।

সোমবার ভোরে (২৭শে মার্চ ২০২৩ ) এ ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন- উপজেলার চর এককরিয়া ইউনিয়নের চরলতা গ্রামের শহিদ বিশ্বাস (৬৯) ও তার জামাই মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নের বাজিদ খাঁ গ্রামের শহিদ বেপারীর ছেলে রাসেল বেপারী (৩২)।

চর এককরিয়া ইউনিয়নের গ্রাম পুলিশ রফিক দফাদার জানান, রবিবার রাতে তারাবীর নামাজ শেষে খাবার খেয়ে শ্বশুর ও জামাই ডিঙ্গি নৌকা নিয়ে মাছ ধরতে যান। সকালে পরিবার থেকে তাদের মোবাইলে একাধিকবার কল দেওয়া হলে তা বন্ধ পাওয়া যায়। পরে পার্শ্ববর্তী নৌকায় থাকা জেলেদের মোবাইল করে তাদের খবর নিতে বলা হয়।

তিনি ‍আরও জানান, জেলেরা কাছে গিয়ে ঝলসানো অবস্থায় শহিদ ও রাসেলের লাশ পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের জানান। রাতে কোনও এক সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়েছে। তারা লাশ নিয়ে আসেন।

উপজেলার কালিগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মজিবর রহমান জানান, পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ না থাকায় লাশ দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *