বেনাপোলে ভারত ফেরত দুই যাত্রীর দেহে করোনা শনাক্ত

নিউজটি শেয়ার লাইক দিন

বেনাপোল প্রতিনিধিঃ ভারতে চিকিৎসা শেষে দেশে ফিরা দুই পাসপোর্ট যাত্রীর দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার বারোটার সময় ভারত থেকে বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশনে পৌঁছালে ইমিগ্রেশনে থাকা স্বাস্থ্যকর্মীরা তাদের দেহে করোনা শনাক্ত বিষয়টি নিশ্চিত করেন।

করোনাভাইরাসশনাক্ত হওয়ার যাত্রীরা হলেন, হাবিবুর রহমান (৬০) ও হাবিবুল্লাহ সোহান নামে (৩০) দুইজন বাংলাদেশী পাসপোর্ট যাত্রী। বেনাপোল ইমিগ্রেশন এর স্বাস্থ্য বিভাগ করোনা পজিটিভ দুই জন ও তাদের সাথে থাকা এটেন্টডেন্স কামাল হোসেনকে যশোর আইসোলেশনে ভর্তির জন্য বেনাপোল থেকে নিয়ে যায়। সেখানে তাদের ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।

বুধবার (৫ ই ডিসেম্বর) বেলা ১২ টার সময় ভারত থেকে বেনাপোল ইমিগ্রেশনে আসলে স্বাস্থ্য বিভাগ তাদের কাগজপত্র এবং পরীক্ষা নিরীক্ষা করে করোনা পজিটিভ শনাক্ত করে। করোনা পজিটিভরা হলেনঃঠাকুরগাঁও জেলার হাবিবুর রহমান পাসপোর্ট নং ই এফ ০২৬৭১৭৭, একই জেলার হাবিবুল্লাহ সোহন পাসপোর্ট নং এ ০১৮৪৯৪০৬ ও তাদের সাথে থাকা কামাল হোসেন পাসপোর্ট নং এ ০০৭০৪২৯৬।

বেনাপোল ইমিগ্রেশন ওসি মোঃ রাজু বলেন দুইজন ভারতে চিকিৎসা শেষে করোনা পজিটিভ নিয়ে দেশে ফিরেছে। তাদের ইমিগ্রেশন এর আনুষ্ঠানিকতা শেষ করা হয়েছে এবং উর্দ্ধতন কর্মকর্তাদের বিষয়টি অবগত করানো হয়েছে।

বেনাপোল স্বাস্থ্য বিভাগের ডাক্তার সুব্রত বলেন, ভারত থেকে ফেরত আসা পাসপোর্টযাত্রীদের বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগ পরীক্ষা নিরীক্ষা শেষে ছাড়পত্র দিচ্ছে। কারোর শরীরে করোনা পজিটিভ সনাক্ত হলে তাকে যশোর আইসোলেসনে ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখা হবে। ১৪ দিন শেষে তাকে আবার পরীা শেষে বাড়িতে যাওয়ার অনুমতি প্রদান করা হবে যদি তার শরীরে আর কোন জীবানু না থাকে। আর পুনরায় করোনা পজিটিভ বা ওমিক্রন নামে জীবানু ধরা পড়লে আবারও তাকে ১৪ দিন রাখা হবে। সেখানে আরো অধিকতর পরীা নিরীা করে দেখা হবে তাদের শরীরে ওমিক্রন জীবানু আছে কিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *