বেনাপোলে বিলাসবহুল কারে ইয়াবা পাচারের সময়ে তিন মাদক কারবারী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের বেনাপোলে বিলাসবহুল প্রাইভেটকারে ইয়াবা পাচারের সময়ে তিন’শো পিস ইয়াবা ট্যাবলেট সহ তিন মাদক কারবারী আটক হয়েছে।

সোমবার (১৬ই এপ্রিল ২০২৩) বেলা তিনটার দিকে বেনাপোল রঘুনাথপুর এলাকায় অভিযান চালিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ এসব ইয়াবা ট্যাবলেট সহ ওই বিলাসবহুল প্রাইভেট কারটি জব্দ করেন। এ সময়ে মাদক পাচারের সাথে জড়িত থাকার দায়ে প্রাইভেটেকারে থাকা তিন মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়।

আটকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, যশোর ঝিকরগাছা উপজেলার পুরন্দরপুর এলাকার শহিদুর রহমানের ছেলে, যশোর সদর উপজেলার পালবাড়ী এলাকার আব্দুস সাত্তারের ছেলে শাহরিয়ার হাসান (৩১) ও যশোর রেলগেট এলাকার পাঁচ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ বাবলুর ছেলে রাকিব হোসেন (২৩)।

বিষয়টি নিশ্চিত করে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল ভূঁইয়া বলেন, আটককৃতরা যশোরের চিহ্নিত মাদক ব্যবসায়ী। সোমবার দুপুরে গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে বেনাপোল পোর্ট থানার এসআই আবুল হাসানের নেত্বত্বে একদল পুলিশ বেনাপোল রঘুনাথপুর এলাকায় অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাদের আটক করেন। পরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দেয়া হয়েছে। আগামীকাল তাদের আদালতে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *