বেনাপোলে কুলিদের অত্যাচারে অতিষ্ঠ যাত্রীরা

নিউজটি শেয়ার লাইক দিন

তরিকুল ইসলাম মিঠু/সোহাগ হোসেন:বেনাপোলে কুলিদের অত্যাচারে অতিষ্ঠ  হয়ে উঠেছে  পাসপোর্ট যাত্রীরা।  প্রতিদিনই বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশন ও রেল স্টেশন এলাকায় এসব কুলি দ্বারা  নির্যাতিত হচ্ছে পাসপোর্ট যাত্রীরা।  উল্লেখ্য বেনাপোল ইমিগ্রেশন প্রতিদিন পাঁচ থেকে সাত হাজার যাত্রী ভারতে যাতায়াত করে থাকে। এসব কুলিদের প্রধান টার্গেট এসব  যাত্রীরা।  এসব যাত্রীরা নো ম্যানসল্যান্ড পার হয়ে বাংলাদেশে প্রবেশ এর সাথে সাথে এসব কুলিরা তাদের   ব্যাগ টানাহেঁচড়া করতে থাকে।  একপর্যায়ে যাত্রীরা কুলি দের কাছে ব্যাগগুলো দিতে বাধ্য হয়। ব্যাগগুলো প্যাসেঞ্জার টার্মিনাল নিয়ে আসার পর কুলিরা যাত্রীদের কাছে চাহিদা মোতাবেক টাকা না দিলে লাঞ্চিতের শিকার হন।  এ ধরনের ঘটনা প্রতিদিনই ঘটছে অহরহ। তবে প্রশাসনিক কর্মকর্তারা  অজ্ঞাত কারণে নীরব রয়েছে।  রোববার সরেজমিন ঘুরে দেখা যায়, শত শত  পাসপোর্ট যাত্রী ভারতীয় সীমান্ত থেকে বাংলাদেশ প্রবেশ করছেন।  এ সময় একশ্রেণীর কুলি  যাত্রীদের  ব্যাগগুলি নিয়ে টানাহেঁচড়া শুরু করে।  এক পর্যায়ে যাত্রীরা   ব্যাগগুলো বহনের জন্য   কুলিদের কাছে দিতে বাধ্য হয়।  এরপর  কুলিরা  ব্যাগ গুলো নিয়ে  প্যাসেঞ্জার  টার্মিনালের সামনে আসে  এবং  পাসপোর্ট যাত্রীদের নিকটে ব্যাগ বহনের জন্য এক  হাজার টাকা করে দাবি করেন।  কয়েকজন যাত্রী বলেন দূরত্বে দু’শ গজের মত । তাই দু’শ টাকার বেশি  দিতে পারবেন না।  এ বিষয় নিয়ে কুলিও যাত্রীদের ভিতর  বিতরকের সৃষ্টি হয়।  একপর্যায়ে যাত্রীরা  কুলিদের   পাঁচ’শ টাকা করে দিয়ে নিষ্পত্তি করেন।   পাসপোর্ট যাত্রী নিশিকান্ত সেলিম রবিন নজরুল ইসলাম সহ বেশ কয়েকজন  পাসপোর্ট যাত্রীর সাথে কথা বলে জানা যায়, এখানে কুলিদের একটি শক্ত সিন্ডিকেট রয়েছে। যে কারণে ব্যাগ কুলি দের কাছে না দিলে ঝামেলা হয়। এমনকি  ইমিগ্রেশনের কর্মকর্তা ও বিজিবি কর্মকর্তাদের  সাথে তাদের নিবিড় সম্পর্ক রয়েছে। চাহিদা মোতাবেক টাকা না দিলে এসব  কুলিরা কাস্টম কর্মকর্তা ও বি জি বি সদস্যদের দিয়া  নানা বিধ  হয়রানি  করিয়ে থাকে।  এসব যাত্রীরা ইমিগ্রেশন পার হয়ে দু কিলো মিটার দূরে বেনাপোল রেলস্টেশন  পৌঁছালে  আবারো কুলিদের দ্বারা  হেনস্তার শিকার হয়।  এবারও  কুলিরা  ব্যাগ ট্রেনে উঠিয়ে দেয়ার কথা বলে মোটা অংকের চাঁদা দাবী করেন। চাহিদা মোতাবেক টাকা দিতে না পারলে যাত্রীরা কুলিদের দ্বারা হেনস্তার শিকার হন।  বিষয়টি নিয়ে  পাসপোর্ট যাত্রী আব্দুর রহিম এনায়েতুল্লাহ  পঙ্কজ কুমার দাস,  বেচা দাস সহ একাধিক  পাসপোর্ট যাত্রী জানাই, আমরা সবাই বাইরে থেকে এসেছি  কুলিদের  চাহিদা  মোতাবেক টাকা না দিলে তারা আমাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন।  যে কারণে আমাদেরকে তাদের বাধ্য হয়ে টাকা দিতে হয়। বিষয়টি নিয়ে বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশনের  অফিস ইনচার্জ আহসান হাবীবের কাছে  কুলিদের বেপরোয়ার  বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি এখানে নতুন এসেছি।  তাই বিষয়টি আমার জানা নেই।  খোঁজখবর নিয়ে  দেখব। যে সমস্ত কুলি এ ধরনের অনৈতিক কাজের সাথে জড়িত আছে। তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা  নেয়া হবে বলে জানান  তিনি।  বিষয়টা নিয়ে স্টেশন মাস্টার সাইদুর রহমানের কাছে জানতে চাইলে,   তিনি বলেন এখানকার কিছু বেকার লোকজন  যাত্রীদের ব্যাগ ট্রেনে উঠিয়ে দিয়ে তাদের পরিবার চালায়।  তবে যাত্রীদের সাথে কোন কুলি অমানবিক আচারণ করলে তাদের বিরুদ্ধে খুব তাড়াতাড়ি  ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *