বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত

নিউজটি শেয়ার লাইক দিন

বেনাপোল প্রতিনিধি: বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬শে জানুয়ারী) বেলা ১১ টায় নানা কর্মসূচির মাধ্যমে আয়োজন শুরু হয়।

প্রথমে বেলুন ও কবুতর উড়িয়ে দিনের শুভ সূচনা করেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কাস্টমস ভ্যাট ও প্রশাসন) মিজ ফারজানা আফরোজ। পরে বেনাপোল কাস্টমস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে যশোর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার মো. কামরুজ্জামান, বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব শামছুর রহমান, যুগ্ম-কমিশনার শাফায়াত হোসেন, কাস্টমসের যুগ্ম-কমিশনার হাফিজুল ইসলাম, ডেপুটি কমিশনার ছৈয়দুল আলম, প্রভাত কুমার সিংহ, রবীন্দ্র সিংহ, রাফেজা সুলতানা ও কাস্টম হাউজের কমিশনার আব্দুল হাকিম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে রাজস্ব আদায়ে প্রতিটি কাস্টমস কর্মকর্তাকে যথেষ্ট আন্তরিক এবং দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে দেশের সকল নাগরিককে ট্যাক্স ও ভ্যাট প্রদানে এগিয়ে আসাতে হবে। বেনাপোল বন্দর দেশের স্থলবন্দর হয় বেনাপোল কাস্টমসের দায়িত্বে থাকা সবাই কে রাজস্ব আদায়ের ক্ষেত্রে বিশেষ নজর রাখতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *