বৃহত্তর যশোর জেলায় ২৪ ঘন্টায় ১৮ জনের দেহে করোনা শনাক্ত

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: বৃহত্তর যশোর জেলায় গত ২৪ ঘন্টায় ৭২ টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ১৮টিতে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। যশোরে নতুন করে আরো দশজনের শরীরের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৪৪ জনের শরীরে করোনা শনাক্ত হলো।
সোমবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারের ল্যাবে যশোরসহ আশপাশের আরো দুটি জেলার সন্দেহভাজন মোট ৭২টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ১৮টির পজেটিভ রেজাল্ট পাওয়া যায়। অন্য আটজন করোনা পজেটিভ শনাক্ত হয় ঝিনাইদহের। এই দিন যশোর জেলা থেকে পাঠানা ২৩টি নমুনা এদিন পরীক্ষা করা হয়।
এছাড়া মাগুরা জেলার দুটি নমুনা পরীক্ষা করে নেগেটিভ রেজাল্ট আসে।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারের সহকারী পরিচালক প্রফেসর ড. মো. ইকবাল কবীর জাহিদ বলেন, নমুনা পরীক্ষার রেজাল্ট আইইডিসিআরসহ সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনকে ইমেইল করা হয়েছে।
যবিপ্রবি জেনোম সেন্টারে এখন বৃহত্তর যশোরের চার জেলার করোনা সন্দেহভাজন রোগীদের শরীর থেকে সংগৃহিত নমুনা পরীক্ষা করা হচ্ছে। বৃহত্তর কুষ্টিয়ার তিন জেলার নমুনাও এখানে কয়েকদিন পরীক্ষা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *