ফ্রান্সের ৮ মুসলিম ফুটবলারের উপর নির্ভর করছে এবারের ও বিশ্বকাপ জয়

নিউজটি শেয়ার লাইক দিন

খেলাধুলা ডেস্ক: বিশ্বকাপ জয়ী ফ্রান্সের দলের এবারের জয় ও নির্ভর করছে ৮ মুসলিম খেলোয়াড়ের উপর।

১৯৯৮ সালে ফ্রান্সের প্রথম বিশ্বকাপ জয়ের মূল কারিগর ছিলেন আলজেরিয়া বংশোদ্ভুত মুসলিম খেলোয়াড় জিনেদিন জিদান।

ফ্রান্স দীর্ঘ ২০ বছর পরে ২০১৮ সালের বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় ও মুসলিম খেলোয়াড়দের উপর নির্ভর করে। বিশেষ করে আফ্রিকার থেকে আগত অভিবাসী মুসলিম খেলোয়াড়রা ফ্রান্স ফুটবল দলকে স্বর্ণাক্ষরে বিশ্বের দরবারে নতুন নামে খোদাই করেছে। ২০১৮ বিশ্বকাপ জয়ী ফ্রান্স ৭ মুসলিম ফুটবলার ফ্রান্সকে নতুন করে বিশ্বের দরবারে তুলে ধরেন। জয়ের পর ফ্রান্স দলের দুই ধর্মপ্রাণ মুসলিম খেলোয়াড় মাঠে আনন্দ প্রকাশ করেন সিজদা দিয়ে। পল পগবা ও জিবরিল সিদিবে ওই উদযাপন মুসলিম দর্শক ও ভক্তদের মনে অন্যরকম আনন্দ দিয়েছে। এবারও সারা বিশ্বের ফুটবল বুদ্ধদের একটা প্রত্যাশা ফ্রান্স আফ্রিকার মুসলিম ফুটবলারদের নিয়ে দলগড়া টিমটিই এবারও বিশ্বকাপ জয় করবে। এবারও কাতার বিশ্বকাপে ফ্রান্সের হয়ে ৭ মুসলিম খেলোয়াড় ফুটবল ভক্তদের দৃষ্টি করেছে। ফ্রান্সের দলে মুসলিম খেলোয়াড়রা হলেন, কিলিয়ান এমবাপ্পে, জিবরিল সিদিবে, আদিল রামি, পল পগবা, বেনজামিন মেনদি, এনগোলো কান্তে, নাবিল ফেকির, উসমান ডেম্বেলে,

সেই জয়ের ধারা অব্যাহত রেখে এবারও সাত মুসলিম ফুটবলারসহ অন্যদের সম্মিলিত প্রচেষ্টায় কাতার বিশ্বকাপে নিজেদের নাম ইতিহাসের পাতায় লেখানোর অপেক্ষায় দিদিয়ের দেশমের দল ফ্রান্স।

ফ্রান্স দলের ৭ মুসলিম খেলোয়াড়ের জীবনী –

কিলিয়ান এমবাপ্পে: ফ্রান্সের এবারের অন্যতম আলোচিত খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে। এই তারকার শরীরেও বইছে মুসলিমের রক্ত। তার বাবা উইলফ্রাইড ক্যামেরুন থেকে ফ্রান্সে চলে আসেন। বিয়ে করেন আলজেরিয়ার মেয়ে ফাইজা লামারিকে। বাবা খ্রিস্টান কিন্তু মা ফাইজা মুসলিম। বাবার ধর্মান্তরিত হয়ে মুসলিম ধর্ম গ্রহন করেন। আর মা পারিবারিকভাবেই মুসলিম।  নিও ফাইনালে একটি গোল করে ফুটবল রাজা পেলের কীর্তিতে ভাগ বসান।

পল পগবা: ফ্রান্স জাতীয় ফুটবল দল এবং ইংলিশ লিগের ম্যানচেস্টার ইউনাইটেডের এই মাঝ মাঠের খেলোয়াড়ের পিতা-মাতা আফ্রিকার দেশ গিনি থেকে ফ্রান্সে অভিবাসন গ্রহণ করেন। পগবা ফ্রান্সে ১৯৯৩ সালে জন্মগ্রহণ করেন। ধার্মিক হিসেবে পগবার বেশ সুনাম রয়েছে। বিশ্বকাপ শুরুর আগে পগবা উমরা পালন করে রাশিয়া এসেছেন। ফাইনালে তিনি একটি দৃষ্টিনন্দন গোলও করেছেন।

আদিল রামি: ১৯৮৫ সালে ফ্রান্সের কর্সিকায় মরোক্কান পিতা-মাতার ঘরে জন্মগ্রহণ করেন ফ্রান্সের রক্ষণভাগের এই খেলোয়াড়। ফ্রান্সের জাতীয় দল ছাড়াও বর্তমানে তিনি ফরাসি ফুটবল ক্লাব মার্সেইয়ের পক্ষে খেলছেন।

জিবরিল সিদিবে : সেনেগালের বংশোদ্ভুত রক্ষণভাগের এই খেলোয়াড় ১৯৯২ সালে ফ্রান্সে জন্মগ্রহণ করেন। ফ্রান্সের জাতীয় ফুটবল দল ছাড়াও বর্তমানে তিনি মনাকো ফুটবল ক্লাবের পক্ষে খেলছেন। ২০১৬-১৭ মৌসুমে তিনি মনাকোর পক্ষে লিগ ওয়ান শিরোপা জয় করেন।

বেনজামিন মেনদি: ফ্রান্সের রক্ষণভাগের এই খেলোয়াড়ের পরিবার তার জন্মের পূর্বেই অভিবাসী হয়ে ফ্রান্সে আসেন। ফ্রান্সেই তিনি ১৯৯৪ সালে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি ইংলিশ লীগে ম্যানচেস্টার সিটিতে খেলছেন।

এনগোলো কান্তে: ১৯৯১ সালে প্যারিসে জন্মগ্রহণকারী ফ্রান্সের মধ্যমাঠের এই ফুটবলারের পরিবার মালি থেকে ফ্রান্সে অভিবাসন করেন। ২০১৫ সালে তিনি লিচেস্টার সিটির পক্ষে ক্লাবটির ইতিহাসের প্রথম প্রিমিয়ার লীগ শিরোপা অর্জন করেন। বর্তমানে তিনি ইংলিশ ফুটবল দল চেলসির পক্ষে খেলছেন।

নাবিল ফেকির:  আলজেরীয় বংশোদ্ভুত আক্রমণভাগের এই ফুটবলার ১৯৯৩ সালে ফ্রান্সের লিওনে জন্মগ্রহণ করেন। পাশাপাশি তিনি ফরাসি ফুটবল ক্লাব লিয়নের হয়ে খেলছেন।

উসমান ডেম্বেলে: ফ্রান্স জাতীয় ফুটবল দল এবং স্পেনীয় ফুটবল দল বার্সেলোনার আক্রমণভাগের এই খেলোয়াড়ের পিতা মালি থেকে আগমন করেন। অন্যদিকে তার মা একইসঙ্গে মৌরিতানিয়া ও সেনেগালীয় বংশোদ্ভুত। ১৯৯৭ সালে উসমান ফ্রান্সের ভেরননে জন্মগ্রহণ করেন। ২০১৬-১৭ মৌসুমে তিনি জার্মান ডিএফবি-পকাল লীগে ব্রুসিয়া ডর্টমন্ডের হয়ে শিরোপা জয় করেন। এছাড়া ২০১৬-১৭ মৌসুমে তিনি লা লিগায় বার্সেলোনার হয়ে শিরোপা জয় করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *