ফেসবুকে মোটরসাইকেল বিক্রির নামে প্রতারণা, আটক ২

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: ফেসবুকে পেজ খুলে মোটরসাইকেল বিক্রি নামে প্রতারণা করে ৮৫ হাজার টাকা হাতে নেওয়ার অভিযোগে শাকিব বিশ্বাস (১৯) ও খায়রুল ইসলাম (২২) নামে দুই প্রতারক আটক হয়েছে।

মঙ্গলবার (২৯ শে নভেম্বর ২০২২) বিকেল সাড়ে চারটার দিকে নড়াইল জেলার কালিয়া উপজেলার রঘুনাথপুর পারুলিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে যশোর র‌্যাব-৬ এর সদস্যরা তাদের আটক করেন।

আটক সাকিব বিশ্বাস নড়াইল জেলার কালিয়া উপজেলার রঘুনাথপুর ২ নম্বর ওয়ার্ডের আবু দাউদ বিশ্বাসের ছেলে ও খায়রুল ইসলাম একই এলাকার হুমায়ুন বিশ্বাসের ছেলে।

যশোর র‌্যাব-৬ এর কোম্পানি লে: কমান্ডার এম নাজিউর রহমান বলেন, আটককৃত সাকিব বিশ্বাস ও খায়রুল ইসলাম দীর্ঘদিন ধরে ফেসবুকে পেজ খুলে মোটরসাইকেল বিক্রির চটকদারি বিজ্ঞাপন দিয়ে আসছিলো। তাদের ফাঁদে পা দিয়ে অনেকেই সর্বস্বান্ত হয়েছে। তারা মোটরসাইকেল দেওয়ার নাম করে মোবাইল বিকাশের মাধ্যমে টাকা গ্রহণ করার পর সেই সব নাম্বার বন্ধ রাখতো। সর্বশেষ নেত্রকোনা জেলার আটপাড়া থানার আটপাড়া এলাকার উত্তম কুমার দত্ত ওরফে অমল দত্তের ছেলে ১৭ ই নভেম্বর ফেসবুক পেজের বিজ্ঞাপন দেখে প্রলুব্ধ হয়ে আটককৃতদের বিকাশে ৮৫ হাজার টাকা প্রদান করেন। এরপরে প্রতারকরা টাকা গ্রহণ করার পর সেই নাম্বার গুলো বন্ধ রাখেন। ভুক্তভোগী ওই যুবক বিষয়টি নিয়ে থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে যশোরের র‌্যাব-৬ এর সদস্যরা বিষয়টি নিয়ে ছায়া তদন্ত করেন। একপর্যায়ে ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে মোটরসাইকেল বিক্রির নামে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার বিষয়টি নিশ্চিত হই। এরপর তাদের অবস্থান শনাক্ত করার হয়। গতকাল বিকাল সাড়ে চারটার দিকে নড়াইল জেলার কালিয়া উপজেলার রঘুনাথপুর পারুলিয়া ৭ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে প্রতারণার মামলা দিয়ে স্থানীয় থানায় তাদের হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *