পুলিশ-বিএনপি’র সংঘর্ষে যুবদল নেতাও এক পুলিশ সদস্যের মৃত্যু

নিউজটি শেয়ার লাইক দিন

ঢাকা অফিস: ঢাকায় বিএনপি’র জামাতের মহাসমাবেশ কে কেন্দ্র করে পুলিশ-আওয়ামী লীগ, বিএনপিও জামাতের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশের এক সদস্য ও যুবদল এক নেতার মৃত্যু হয়েছে।

বিএনপি’র পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার দুপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জাতীয়তাবাদী যুবদলের একজন ওয়ার্ড পর্যায়ের নেতা মারা গেছেন বলে দাবি করেছে সংগঠনটি।

শামীম মোল্লা নামের এই যুবদল নেতা মুগদা থানা যুবদলের ৭ নম্বর ওয়ার্ডের ১ নম্বর ইউনিটের সভাপতি। তার পিতার নাম ইউসুফ মোল্লা।

শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় যুবদলের কেন্দ্রীয় এক নেতা  বিষয়টি নিশ্চিত করেছেন। অন্যদিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য কাদের গনি চৌধুরীও যুবদল নেতাদের বরাত দিয়ে মৃত্যুর কথা জানিয়েছেন।

এক দফার আন্দোলনের অংশ হিসেবে বিএনপির মহাসমাবেশে যোগ দিয়েছিলেন শামীম মোল্লা। পুলিশের সঙ্গে সংঘর্ষে তিনি গুলিবিদ্ধ হন। পরে তাকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানায় যুবদল।

এর বিএনপির নেতাকর্মীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানী। এতে পুলিশের এক কনস্টেবল মারা গেছেন। আহত হয়েছেন অন্তত ৪০ জন পুলিশ সদস্য।

এদিকে যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দীন টুকুসহ বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা সংঘর্ষে আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানায় বিএনপি সূত্র।

অন্যদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পারভেজ (৩২) নামে এক পুলিশে কনস্টেবল বিএনপি কর্মী সমর্থকদের হামলায় নিহত হয়েছে।

এ ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নিহত পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা করেছে এক ছাত্রদল নেতা। তার ফুটেজ আছে বলে দাবি করেছেন।

https://www.novanews24.com/wp-content/uploads/2023/10/9282023203021.jpg

ঢাকা মে‌ডি‌কে‌ল কলেজ (ঢামেক) হাসপাতাল সূত্রে জানা গেছে, ১৩০ জন এ পর্যন্ত ঢামেকে চি‌কিৎসা নি‌তে এ‌সে‌ছেন। তাদের মধ্যে ৩৩ জন হাসপাতা‌লে ভ‌র্তি। একজনের অবস্থা আশঙ্কাজনক। তার অস্ত্রোপচার করা হ‌বে।

শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা ঢামেকে চিকিৎসাধীন পুলিশ সদস্যদের দেখতে গিয়ে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি আগে থেকেই ঘোষণা দিয়েছিল আজ তারা ১০ লাখ লোক সমাবেশে আনবে। তাদের (বিএনপি) সমাবেশ প্রধান বিচারপতির বাসভবন পর্যন্ত ছড়িয়ে গেছে। ঘটনার সূত্রপাত সেখানে আওয়ামী লীগের একটি মিছিল যাচ্ছিল সেই মিছিলে বিএনপি হামলা করে। শুধু হামলা করেই বিএনপি ক্ষান্ত হয়নি তারা দুটি পিকআপে আগুন দেয়। এরপর প্রধান বিচারপতির বাসভবনে ঢুকে পড়ে। এসময় পুলিশ নিষ্ক্রিয় থাকতে পারে না। পুলিশ আইনানুযায়ী তাদের কাজ করেছে। তাদের সরিয়ে দিয়েছে।

তিনি বলেন, ক্ষণেক্ষণে বিএনপি ঢিল মারছিল এবং আগুন ধরে দেয়। তারা ককটেল বিস্ফোরণ ঘটায়। সমাবেশে তারা লাঠি এনেছিল। ইনস্টিটিউশন অব ডিপ্লোমার তিনটি গাড়ি পুড়িয়ে দেয় তারা।

পুলিশ অনেক ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে। একপর্যায়ে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আগুন লাগিয়ে দেয় বিএনপির নেতাকর্মীরা। তারা অ্যাম্বুলেন্স ও পুলিশের ছোটবড় স্থাপনায় আগুন দেয়। এছাড়া কয়েকটি সরকারি স্থাপনায় আগুন দেওয়া হয়। জাজেজ কমপ্লেক্সও আগুন লাগিয়ে দেয় তারা।

মন্ত্রী আরও বলেন, সবাই দেখেছেন- একজন পুলিশ সদস্যকে কীভাবে হত্যা করেছে। পুলিশ সদস্য পড়ে যাওয়ার পরেও একজন ছাত্রদল নেতা তাকে কুপিয়ে তার মাথা ক্ষতবিক্ষত করে দিয়েছে। তার ফুটেজ আমাদের কাছে আছে। সেই পুলিশ সদস্য মারা গেছেন। এ দৃশ্য সবার হৃদয়ে দাগ কেটেছে।

বিএনপি বৃষ্টির মতো ইট-পাটকেল ছুড়েছে। ২০১৪ সালে যে বিশৃঙ্খল পরিস্থিতি করেছিল সেই পরিস্থিতি আবারও করার পায়তারা করেছে বিএনপি।

আগামীকাল বিএনপি হরতাল ডেকেছে। তারা গাড়ি-বাস পুড়িয়েছে। যেই গাড়িতে অগ্নিসংযোগ করবে গাড়ি ভাঙচুর করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবো আমরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *