নৌকার টিকিট নিয়ে এলাকায় ফিরলেন ডা.তৌহিদুজ্জামান তুহিন

নিউজটি শেয়ার লাইক দিন

ঝিকরগাছা প্রতিনিধি:  যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের নৌকা মার্কার মনোনয়ন নিয়ে এলাকায় ফিরে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের সাথে সৌজন্য সাক্ষাৎ শুরু করেছে ডা. মো. তৌহিদুজ্জামান তুহিন।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি ঢাকা থেকে বিমান যোগে যশোরে এসে পৌঁছান। এসময় দলীয় নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি। পথমে তিনি চৌগাছার উদ্দেশ্যে রওনা হয়ে পতিমধ্যে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীরা মোটর শোভাযাত্রা নিয়ে তাঁর সাথে যুক্ত হন।

চৌগাছা ও ঝিকরগাছার বঙ্গবন্ধু স্মৃতি ম্যুরালে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

তিনি আরো বলেন, আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা আমার উপর আস্থা রেখে আমাকে নৌকা প্রতীক দিয়েছেন। আমি এলাকায় অনেক আগে থেকেই সমাজসেবায় নিয়োজিত ছিলাম। আগামীতে বৃহৎ পরিসরে সবাইকে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চাই। অতীতে যারা এই আসনের সংসদ সদস্য ছিলেন, তারাও অনেক কাজ করেছেন। আমি দেখছি এখনও এলাকার অনেক জায়গায় কাজ করার সুযোগ রয়েছে। নির্বাচনে বিজয়ী হয়ে অসমাপ্ত কাজ সম্পন্ন করতে চাই। এছাড়াও সন্ত্রাস, মাদক, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত চৌগাছা- ঝিকরগাছা গড়তে নিরলসভাবে কাজ করবো। এলাকাবাসী সঙ্গে নিয়ে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারবো বলে আশাবাদী এবং এলাকার সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের মধ্য দিয়ে আলোকিত সোনার বাংলা উপহার দিবো। এসময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, সহ সভাপতি চৌধুরী রমজান শরীফ বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য রফিকুল ইসলাম বাপ্পী, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আবুল কালাম আজাদ সহ দুই উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *