দেশে পিএইচপি অটোমোবাইলের তৈরি গাড়ির উদ্বোধন

নিউজটি শেয়ার লাইক দিন

ডেস্ক নিউজ: বাংলাদেশে পিএইচপি অটোমোবাইলস কোম্পানি প্রথমবারের মতো তৈরি গাড়ি উদ্বোধন করা হলো  । শনিবার রাজধানীর তেঁজগাও পিএইচপি অটোমোবাইলসের শোরুমে ২০২১ মডেলের নিউ সাগা এমসিসি সিগন মডেলের এ গাড়িটির শুভ উদ্বোধন করেন কোম্পানিটির ভাইস চেয়ারম্যান মো. মহসীন। এ সময় ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দেন পিএইচপি অটোমোবাইলসের চেয়ারম্যান সুফি মিজানুর রহমান।

গাড়িটির বিষয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. আক্তার পারভেজ বলেন, “১৫০০ সিসির এ গাড়িটি দেশেই তৈরি করা হয়েছে। তবে গাড়িতে আনা হয়েছে নতুনত্ব। গ্রিন, বাম্পার, ইন্টেরিয়র, গিয়ার বক্স, কুশনসহ ইঞ্জিনে আনা হয়েছে পরিবর্তন। যা বাইরের দেশের গাড়ির থেকেও উন্নত।

তিনি আরও বলেন, “গাড়িটি দেশের বাজারে পরিবর্তন ঘটাবে। আশা করছি, ঢাকার মার্কেটে একটি বড় ধরনের পরিবর্তন আসবে। তবে মানুষকে দেশের তৈরি গাড়ি কেনার ক্ষেত্রে আগ্রহ থাকাতে হবে। তাতে দেশের অর্থনীতির ভিত্তি আরও মজবুত হবে।”

গাড়ি উদ্বোধনী অনুষ্ঠানে পিএইচপির নির্বাহী পরিচালক তাহসির করিম ছাড়াও কোম্পানির অনেকেই উপস্থিত ছিলেন। পরে সবাই মিলে গাড়িটি রাস্তায় চালিয়ে পরীক্ষা করে দেখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *