দুর্গাপূজা উপলক্ষে ২১ হাজার ১৫০ কেজি ইলিশ গেল ভারতে

নিউজটি শেয়ার লাইক দিন

সোহাগ হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল স্থল বন্দর দিয়ে দুর্গাপূজা উপলক্ষে ভারতে ২ হাজার ৮০ মেট্রিক টন ইলিশ মাছ সরকারের দেওয়া অনুমতির প্রথম চালানে ২১ হাজার ১৫০ কেজি মাছ ভারতে রপ্তানি করা হয়েছ।

বুধবার (২২সেপ্টেম্বর) বিকাল ৫ টার সময় ৪টি ট্রাকে ইলিশ মাছের এই প্রথম চালনটি বেনাপোল কাস্টমস ও মৎস অফিসের আনুষ্ঠানিকতা শেষে ভারতে প্রবেশ করে।

প্রতিবছর এর ন্যায় এ বছরও বাংলাদেশ সরকার দুর্গাপূজা উপলক্ষে মাছ রফতানির অনুমতি দেয়।

দেশের ৫২ টি প্রতিষ্ঠানকে ৪০ মেট্রিক টন করে ২ হাজার ৮০ মেট্রিক টন মাছ রফতানির অনুমোদন দেয়। তারই প্রথম চালান ঢাকার রফতানি কারক প্রতিষ্ঠান ইউনিয়ন ভেনচার লিঃ ১৫০০০ কেজি ও খুলনার সাউথার্ন ফুডস লিঃ ৬১৫০ কেজি মাছ রপ্তানি করে। প্রতি কেজি মাছ ১০ মার্কিন ডলার অনুযায়ী মোট ২ লক্ষ১১হাজার ৫০০ ডলার। বাংলাদেশী মুল্য ১ কোটি ৭৯লক্ষ ৭৭হাজার৫০০ টাকা।

বেনাপোল মৎস অফিসের ইন্সপেক্টর আসওয়াদুল বলেন, দুটি রফতানি কারক প্রতিষ্ঠানের মোট ২১ হাজার১৫০ কেজি মাছ রফতানি হয়েছে। বাকি মাছ আগামি ১০ অক্টোবর এর মধ্যে ভারতে পাঠাতে হবে। বাংলাদেশের ৫২ টি রফতানি কারক প্রতিষ্ঠানকে সরকার অনুমতি দিয়েছে। ওপরদিকে ভারত এর আমদানিকারক প্রতিষ্ঠান হলো কোলকাতার সিদ্ধেশ্বরী এন্টারপ্রাইজ ও জেকে ইন্টারন্যাশনাল নামে দুইটি প্রতিষ্ঠান।

বেনাপোল কাস্টমস কার্গো সুত্রে জানা যায়, বিকালে ২১হাজার ১৫০ কেজি মাছ দুটি রফতানি কারক প্রতিষ্ঠান এর মাধ্যেমে রফতানি হয়েছে।

বেনাপোল কাস্টমসের যুগ্ম কমিশনার নুসরাত জাহান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইলিশ মাছ পাঠানোর প্রতিশ্রুতির অংশহিসেবে ২১ হাজার ১৫০ কেজি মাছ ভারতে গেছে। দুর্গাপূজার আগেই বাকি ইলিশ গুলো ভারতে প্রবেশ করবে বলে তিনি জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *