ঢাকা-কলকাতা ট্রেন অভিযান চালিয়ে ৪ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ৮

নিউজটি শেয়ার লাইক দিন

বিশেষ প্রতিনিধি : এবার ঢাকা থেকে কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেন থেকে প্রায় চার কোটি টাকা মূল্যের ৬.৫৪৭ কেজি স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দারা। এ সময় সোনা চোরাকারবারী চক্রের আট সদস্যকে আটক করেছে কাস্টমস।

বুধবার (১৪ ডিসেম্বর) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতারের সহকারী রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন– মো. সোহেল রানা (৪৭), বিল্লাল বেপারি (৫২), তাজবির আহমেদ (৩৮), নাজমুল হাসান নীরব (৩০), মো. শাহে আলম (৪০), মো. নাদিম (৪১), সুলতান চৌধুরী (২৬) ও মো. সুমন (৩৬)।

শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের উপ-পরিচালক শাকিল খন্দকার ও আহমেদুর রেজা চৌধুরীর নেতৃত্বে সকাল সাড়ে ৬টায় রাজধানীর বনানী ক্যান্টমেন্ট স্টেশনে ঢাকা থেকে কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনে অভিযান চালানো হয়।

এ সময় বাংলাদেশি আট যাত্রীর দেহ তল্লাশি করে এবং রেক্টাম থেকে ৫৫টি স্বর্ণের বার উদ্ধার করা, যার ওজন ৬.৫৪৭ কেজি।

উদ্ধার করা স্বর্ণের বার কাস্টম হাউসে জমা দেওয়া পূর্বক কাস্টমস অ্যাক্ট ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *