জৈন্তাপুর-গোয়াইনঘাট সীমান্ত দিয়ে অবাধে চলছে চোরাচালান

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীকে বিশেষভাবে ম্যানেজ করে জৈন্তাপুর-গোয়াইনঘাট সীমান্ত দিয়ে দেদারছে চলছে চোরাচালান। প্রতিদিন এ দুই উপজেলার সীমান্ত এলাকা দিয়ে ভারতে বিভিন্ন জিনিস পাচার করা হচ্ছে। আবার ভারত থেকে বিভিন্ন পণ্য বাংলাদেশে অবৈধভাবে নিয়ে আসা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং জিরো পয়েন্ট, সংগ্রাম সীমান্ত ফাঁড়ি, সেনাটিলা, উদ্ভিদ সংঘনিরোধ কেন্দ্রী, তামাবিল, নলজুরী এবং জৈন্তাপুর উপজেলার খাঁসিনদী, আলু বাগান, মোকামপুঞ্জি, শ্রীপুর, মিনাটিলা, ছাগল খাউরী নদী, কাঁঠালবাড়ী, কেন্দ্রী হাওর, কেন্দ্রীবিল, ডিবিরহাওর, ডিবিরহাওর (আসামপাড়া), ঘিলাতৈল, ফুলবাড়ী, টিপরাখলা, কমলাবাড়ী, গুয়াবাড়ী, বাইরাখেল, হর্নি, কালিঞ্জী, ময়না, জালিয়াখলা, লালাখাল, লালাখাল গ্রান্ড, জঙ্গীবিল, বাঘছড়া, তুমইর, বালিদাঁড়া, ইয়াংরাজা, সিঙ্গারীরপাড় দিয়ে প্রতিদিন বিভিন্ন পণ্য চোরাচালান হচ্ছে।
বাংলাদেশ থেকে মটরশুটি, মশুর ডাল, রসুন, স্বর্ণের বার প্রভৃতি ভারতে পাচার হয়। আর ভারত থেকে বিভিন্ন ব্র্যান্ডের মদ, ইয়াবা, ফেন্সিডিল, নিম্নমানের চা-পাতা, কসমেটিক্স, সুপারি, হললিক্স, সিগারেট, নাছির বিড়ি ও ভারতীয় গরু বাংলাদেশে আসছে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, প্রতিদিন সন্ধ্যা হতে না হতেই জৈন্তাপুর বাজার থেকে বড় বড় ট্রাকযোগে নিয়ে আসা মটরশুটি, মশুর ডালসহ বিভিন্ন পণ্য উল্লেখিত সীমান্তে নিয়ে আসা হয়। এরপর এপার থেকে পণ্য যায় ওপারে, ওপার থেকে পণ্য আসে এপারে। এমনকি দিনেদুপুরেও চোরাচালান হয় বলে অভিযোগ আছে।

জৈন্তাপুর উপজেলার এক প্রবীণ শিক বলেন, বিজিবি ও পুলিশকে ম্যানেজ করেই চোরাকারবারীরা এসব ব্যবসা চালিয়ে যাচ্ছে দেদারসে। একাধিক অভিযোগ রয়েছে জৈন্তাপুর থানার পুলিশ কর্মকর্তারা এসব মাদক ব্যবসায়ীদের ব্যবসা করার জন্য টোকেন বা সিলিপ দিয়ে থাকেন। ‘আগে গভীর রাতে কিছু সংখ্যক ব্যক্তি চোরাই পথে পণ্যসামগ্রী আদান-প্রদান করতো। কখনো ঢালাওভাবে ভারত থেকে দেশে মদ আসতে পারতো না। কিন্তু বর্তমানে বাংলাদেশি পণ্যের বিনিময়ে ভারত থেকে মাদক ঢুকছে দেশে।’

নামপ্রকাশে অনিচ্ছুক কয়েকজন টমটম চালক এবং ট্রাকচালক বলেন, ‘পেটের দায়ে আমরা চোরাইপণ্য সীমান্তের বিভিন্ন পয়েন্টে দিয়ে আসি, আবার নিয়েও আসি।

বিষয়টি নিয়ে বিজিবির জৈন্তা ক্যাম্প, লালাখাল ক্যাম্প, জৈন্তা বিশেষ ক্যাম্প, মিনাটিলা বিশেষ ক্যাম্পের কমান্ডারদের সাথে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপরে সাথে কথা বলতে পরামর্শ দেন।

জৈন্তাপুর থানার অফিস ইনচার্জ (ওসি) হাবিবুর রহমানেকাছে পুলিশের পক্ষ থেকে সিলিপ বা টোকেন দেওয়ার বিষয়টি জানতে চাইলে তিনি চোরাচালানীদের সিলিপ বা টোকেন দেওয়ার বিষয়টি অস্বীকার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *