চৌগাছা সীমান্তে ১৩ টি স্বর্ণের বার উদ্ধার

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের চৌগাছা সীমান্ত থেকে ১৩টি সোনার বার উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩১ই মার্চ ২০২৩) সন্ধ্যায় উপজেলার লক্ষ্মীপুর গ্রামে অভিযান চালিয়ে এ সব স্বর্ণের বার উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় বিজিবি। এসময় কপোতাক্ষ পাড়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এক যুবককে ঘোরাফেরা করতে দেখে বিজিবি ধাওয়া করে। ধাওয়া খেয়ে  ১৩টি সোনার বার ফেলে ভারতের দিকে পালিয়ে যান। পরে বিজিবি সদস্যরা ওই সোনার বারগুলো উদ্ধার করেছে। উদ্ধারকৃত ১৩টি বারের ওজন এক কেজি ৫১৫ গ্রাম।

 

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ জামিল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের মাধ্যমে শুক্রবার সন্ধ্যায় চৌগাছাছা সীমান্ত অভিযান চালালে এক যুবক একটি পুটলি ফেলে পালিয়ে যায়। পরে পুটলি টি উদ্ধার করে তাতে ১৩ টি স্বর্ণের বাল পাওয়া যায়। এ ঘটনা অজ্ঞাতনে চৌগাছা থানায় একটা মামলা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *