চিকিৎসক পুলিশ সাংবাদিকদের পিপি দিলেন যশোরের বিএনপি’র নেতারা

নিউজটি শেয়ার লাইক দিন
স্টাফ রিপোর্টার, যশোর: চিকিৎসক, নার্স, পুলিশ ও সাংবাদিকদের করোনা সংক্রমণ থেকে সুরক্ষায় ২৫০ সেট পারসোনাল প্রোটেকটিভ ইক্যুইপমেন্ট (পিপিই) দিয়েছে যশোর জেলা বিএনপি। আজ মঙ্গলবার যশোরের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও প্রেসক্লাব যশোরের মাধ্যমে এসব পিপিই প্রদান করা হয়।

প্রথমে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল যশোর  জেলা প্রশাসকের কার্যালয়ে যান। এসয় জেলা প্রশাসক মোহাম্মাদ শফিউল আরিফের কাছে চিকিৎসক, নার্সদের সুরক্ষার জন্য ১০০ সেট পিপিই দেন তারা। পরে বিএনপি নেতারা পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে অতিরিক্ত পুলিশ সুপার সালাহ উদ্দীন শিকদারের কাছে পুলিশের জন্য ১০০ সেট পিপিই প্রদান করেন।

সবশেষে তারা প্রেসক্লাবে গিয়ে সাংবাদিকদের জন্য ৫০ সেট পিপিই হস্তান্তর করেন। প্রেসক্লাবের সহ-সভাপতি নূর ইসলাম, আনোয়ারুল কবীর নান্টু, দপ্তর সম্পাদক তৌহিদ জামান এসব পিপিই গ্রহণ করেন।

এসময় নার্গিস বেগমের সাথে ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন ও সদস্য মিজানুর রহমান খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *