খুব শীঘ্রই দেশের ১০ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান হবে-আইসিটি মন্ত্রী

নিউজটি শেয়ার লাইক দিন

ডেস্ক নিউজ: খুব শিগগিরই দেশে ১০ লাখ তরুণ-তরুণী কর্মসংস্থান হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ডিজিটাল বাংলাদেশ তৈরীর লক্ষ্যে বাংলাদেশ সরকারের এই কর্মযজ্ঞ বলে তিনি জানান। তিনি আরো জানান, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর গত ১১ বছরে ইতোমধ্যে ১০ লাখ তরুণ-তরুণী কর্মসংস্থান হয়েছে। দেশে ২০২১ সালের মধ্যে আরো ১০ লাখ তরুন তরুনীর কর্মসংস্থান হবে। মঙ্গলবার ২০ অক্টোবর ভার্চুয়াল প্লাটফর্মে এসওএস চিলড্রেন ভিলেজস বাংলাদেশের উদ্যোগে ইয়ুথক্যানের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি প্রত্যাশা ব্যক্ত করে বলেন, বাংলাদেশের ৬০ থেকে ৭০ শতাংশ মানুষ তরুণ-তরুণী। তাদেরকে প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করতে পারলে দেশ সমৃদ্ধশালি হবে। বাংলাদেশের তরুণ-তরুণীরা প্রযুক্তিতে অনেক এগিয়ে গেছে। এদেরকে যদি আরো যথাযথ প্রযুক্তি শিক্ষা দিয়ে কর্মসংস্থানের লাগানো যায়। তাহলে দেশ ও দেশের তরুণ-তরুণীরা উপকৃত হবে।  বাংলাদেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে তরুণ-তরুণীদের প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই লক্ষে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে নির্দেশনা দিয়েছেন। জয়ের পরিকল্পনায় ইতিমধ্যে আইসিটি বিভাগ সারাদেশে স্কুল পর্যায়ে ৮ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে। সারাদেশে আরো ৫ বাজার শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব স্থাপন করা হচ্ছে। উপজেলা পর্যায়ে ৩ হাজার টি স্কুলে ‘স্কুল অফ ফিউচার’ স্থাপন এবং সারাদেশে ৬৪ টি জেলায় ২০২৫ সালের মধ্যে শেখ কামাল আউট ইনকিউবেশন সেন্টার স্থাপন করা হবে। সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে এসেছে ভিলেজ এর সদস্যদের প্রযুক্তির শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্কুল অফ ফিউচার ও ইনকিউবেশন সেন্টার এর কাছাকাছি সাতটি এস ও এস ভিলেজের মধ্যে সংযোগ স্থাপন করে দেওয়া হবে। সাড়ে ৬ লাখ ফ্রিল্যান্সার ৩শ’ মিলিয়ন ডলারের বেশি আয় করে বাংলাদেশের অর্থনীতিকে গতিশীল করেছে।

আইসিটি বিভাগের লার্নিং এন্ড আর্নিং প্রকল্পের মাধ্যমে এস ও এস ভিলেজের সদস্যদের বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করে দেয়া হবে বলে।  সেই লক্ষ্যে ইতিমধ্যে টেন্ডার দেওয়া হয়েছে এবং সেটা বাস্তবায়নের চেষ্টা চলছে। দুই থেকে তিন মাসের মধ্যে বাংলাদেশের তরুণ-তরুণীরা সেটাতে প্রশিক্ষণ নিয়ে নিজেরা আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে পারেন বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *