ক্রিকেটারদের ১১ দাবি বিবেচনার আশ্বাস বিসিবির

নিউজটি শেয়ার লাইক দিন

স্পোর্টস রিপোর্টার: ১১ দাবিতে আন্দোলনে নেমেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। বিপিএলের পারিশ্রমিক, প্রথম শ্রেণির ক্রিকেটারদের বেতন, ম্যাচ ফি ও আনুসাঙ্গিক সুযোগ-সুবিধা এবং ঢাকার ক্লাব ক্রিকেটের দল বদল আগের মত খোলা ও স্বাধীনভাবে করাসহ নানা দাবিতে সোচ্চার জাতীয় দলের ক্রিকেটাররা।

১১ দাবিতে আন্দোলনে নেমেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। বিপিএলের পারিশ্রমিক, প্রথম শ্রেণির ক্রিকেটারদের বেতন, ম্যাচ ফি ও আনুসাঙ্গিক সুযোগ-সুবিধা এবং ঢাকার ক্লাব ক্রিকেটের দল বদল আগের মত খোলা ও স্বাধীনভাবে করাসহ নানা দাবিতে সোচ্চার জাতীয় দলের ক্রিকেটাররা।

সোমবার দুপুরের পর সাকিব, মুশফিক ও মাহমুদউল্লাহসহ প্রায় অর্ধশতাধিক ক্রিকেটার মিরপুরের একাডেমি মাঠে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন। তারা আল্টিমেটাম দেন, দাবি না মানলে ঘরোয়া ক্রিকেট মানে চলমান জাতীয় লিগসহ জাতীয় দলের অনুশীলন ও বিদেশ সফর না করার।,

জাতীয় দলের বর্তমান সদস্যসহ প্রথম শ্রেণির ক্রিকেটাররা বেলা দুইটার দিকে বোর্ডে আসবেন এবং আগে সাংবাদিকদের সাথে মত বিনিময় করে নিজেদের মনোভাব জানাবেন। এদিকে ক্রিকেটাররা মিডিয়ার সামনে ১১ দফা দাবি তোলার অল্প কিছুক্ষণ পরই মিডিয়ার সামনে আসেন বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন।

নিজমউদ্দীন চৌধুরী সুজনও পরিষ্কার জানিয়ে দেন, তারা কিছুই জানতেন না। তিনি বলেন, ব্যক্তিগত আলাপচারিতায় বিচ্ছিন্নভাবে কারো কারো মুখ থেকে কিছু দাবির কথা শোনা গেলেও ক্রিকেটাররা যে ভিতরে ভিতরে ফুঁসে আছেন। রীতিমত একটা বিষ্ফোরনমুখ অবস্থা-তা তাদের জানা ছিল না।,

বিসিবি প্রধান নির্বাহী বলেন, আমরা জানতে পেরেছি মুলতঃ মিডিয়ার মাধ্যমেই জানতে পেরেছি। আমাদের সাথে কথা হয়নি। আমি আবারও বলছি প্লেয়াররা আমাদের বড় সম্পদ। প্লেয়ারদের বিভিন্ন দাবি আমরা গুরুত্বের সাথে দেখে থাকি। বিভিন্ন সময় সে সব দাবি মানার চেষ্টাও করা হয়েছে, কিন্তু আজ যা বলা হলো, তা আমরা আজকেই জেনেছি। তাও আপনাদের মানে মিডিয়ার কাছ থেকে। আমরা মাত্র জানলাম। তারপরও ফর্মালি কিছু জানতে পারিনি। মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। বিষয়টি আমরা দেখবো।,

ক্রিকেটারদের বিদ্রোহ নিয়ে তিনি বলেন, না না, এটা কোন বিদ্রোহ নয়। প্লেয়াররা বোর্ডেরই পার্ট। ভাবটা এমন, তারা তাদের দাবি ও চাওয়া-পাওয়ার কথা প্রকাশ করেছে। আমরা ছেষ্টা করবো বসে এবং বোর্ডে কথা বলে সে দাবি মেটাতে।,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *