কিশোরীকে ধর্ষন ও ভিডিও ধারণ, অভয়নগরে দুই যুবক আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করা দুই প্রতারক আটক হয়েছে।

মঙ্গলবার দুপুরে ভিকটিমের মা থানায় অভিযোগ করার পর অভয়নগর থানা পুলিশ তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন যশোর অভয়নগর উপজেলার গ্রামের বাশার মোড়লের ছেলে মাহবুবুর রহমান রহমান (৪০), ও অভয়নগর উপজেলা গোয়োখোলা গ্রামের নাসির বাঘার ছেলে অনিক বাঘা বাঘা (২৬)।

মামলা সূত্র থেকে জানা যায়, শাপলা (১৭) ছদ্মনাম নওয়াপাড়া পাইলট বালিকা বিদ্যালয়ে দশম শ্রেণীতে পড়ে এবং বাংলাদেশ বেতারের একজন সংগীত শিল্পী। কয়েক মাস আগে তার মেয়ে সাংবাদিকতার কার্ড তৈরি করার জন্য অভয়নগর উপজেলার চলিশিয়া গ্রামের বাশার মোড়লের ছেলে মাহবুবুর রহমান রহমানের শরণাপন্ন হয়।

 

তার পরামর্শ মতে ভিকটিম ২ কপি ছবি ও জন্মনিবন্ধনের ফটো কপি দেয়। এরই সুবাদে আসামী মাহবুবুর রহমান ভিকটিমের ফেসবুক আইডি নেয় এবং ফেসবুকে যোগাযোগ করতে থাকে। একপর্যায়ে আসামী মাহবুবুর রহমান সাংবাদিকতার ফরম পূরণ করার জন্য ভিকটিমকে তার চলিশিয়া গ্রামে মাছের ঘেরের খুফরী ঘরে আসতে বলে। ভিকটিম প্রথমে যেতে অনিচ্ছা প্রকাশ করে এবং বলে অফিস রেখে কেন ওখানে যাব। কিন্তু আসামী বলে তার অফিসে যাওয়ার সময় নেই। তুমি এখানে চলে আসো। তখন ভিকটিম উপায়ান্ত না পেয়ে ২১শে আকাশকে বেলা সাড়ে১১ টার দিকে কাগজপত্র নিয়ে উক্ত স্থানে পৌঁছালে আসামি মাহবুবুর রহমান ভিকটিমকে জোর করে ঘেরের   ভিতরে নিয়ে ধর্ষণ করে এবং তার নিজ মোবাইল দিয়ে ধর্ষণ করার ছবি ও ভিডিও ধারণ করে।

আরো পড়ুন# ৮অস্ত্রসহ আটক আজিমের ভাই সামাদ ফুটপাতে মুড়ি-ভাজা বিক্রেতা কোটি কোটি টাকার মালিক

পরবর্তীতে ভিকটিম কান্নাকাটি করতে থাকলে আসামি তার মোবাইলে ধারণ করা ছবি ও ভিডিও দেখিয়ে বলে যদি কাউকে এ ঘটনা সম্পর্কে কিছু বলো তাহলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার হুমকি প্রদান করে। একই সাথে ভিকটিমের সাথে থাকা মোবাইল ফোনটি কেড়ে নিয়ে তার বড় দুলাভাইয়ের ফেসবুক আইডি ও পাসওয়ার্ড নিয়ে নেয়। ভিকটিম প্রথমে মানসম্মানের ভয়ে বিষয়টি কাউকে বলেনি। কিন্তু আসামী বিভিন্ন সময় ভিকটিমকে উক্ত ভিডিও ও ছবির ভয় দেখিয়ে অসামাজিক কার্যকলাপের প্রস্তাব দিতে থাকে।

পরবর্তীতে আসামী মাহবুবুর রহমান ভিডিও ডিলেট করার কথা বলে ভিকটিমকে কাঁচা বাজারে পিছনে ডেকে নিয়ে যায় এবং আসামী মাহবুবুর রহমান ও আসামী অনিক বাঘা ভিকটিমকে বলে তুই নগদ ৫০ হাজার টাকা দিবি। তা নাহলে আমি যেখানে ডাকবো সেখানেই আসবি। ভিকটিম এগুলো শুনে আরো বেশি ভয় পেতে থাকে। তার চলাফেরা দেখে পরিবারের লোকজন বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে পারে।

কিন্তু আসামী এরই মধ্যে উক্ত ভিডিও ও ছবি ভিকটিমের ছোট বোনের, বাবার ফেসবুক আইডিতে সহ আরো অনেক আইডিতে ছড়িয়ে দেয়। ৬ই সেপ্টেম্বর আসামী অনিক বাঘা ভিকটিমের বাবার মোবাইলে কল দিয়ে বলে আপনার মেয়ের খারাপ ভিডিও ও ছবি আমার মোবাইলে আছে। সন্ধ্যায় নগদ ৫০ হাজার টাকা নিয়ে নওয়াপাড়া দেখা করেন। বিষয়টি আমি মিটিয়ে দিব। তা নাহলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার হুমকি দেয়। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে ৭ই সেপ্টেম্বর ভিকটিমকে সাথে নিয়ে ভিকটিমের মা বাদী হয়ে অভয়নগর থানায় একটি এজাহার দায়ের করেন। অভয়নগর থানার অফিসার ইনচার্জ বিষয়টি গুরুত্ব সহকারে দেখেন এবং যথাযথ ব্যবস্থাগ্রহণের জন্য থানা পুলিশ কে তাগিদ দেন। একপর্যায়ে অভয়নগর থানার এসআই গৌতম কুমার মন্ডলের সমন্বয়ে একটি টিম মঙ্গলবার রাতে অভিযোগকৃত দুই জনকে আটক করতে সক্ষম হয়।

অভয়নগর থানার অফিসার ইনচার্জ একেএম শামীম হাসান বলেন, ভিকটিমের মায়ের অভিযোগের ভিত্তিতে দুই আসামিকে আটক করা হয়েছে। বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত চলছে। এদের সাথে আর কেউ জড়িত আছে কিনা সেটাও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আসামিদের বিরুদ্ধে ধর্ষণ ও প্রতারণার মামলা দিয়ে বুধবার দুপুরে তাদেরকে আদালতে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *