একনেকের সভায় গান গাইলেন প্রধানমন্ত্রী

নিউজটি শেয়ার লাইক দিন

কুড়িগ্রাম প্রতিনিধি:কুড়িগ্রামের চিলমারীতে নদীবন্দর নির্মাণ প্রকল্প নিয়ে গান গেয়েছেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে সুরে সুরে প্রধানমন্ত্রী বলেছেন, ‘ওকি গাড়িয়াল ভাই… হাঁকাও গাড়ি তুই চিলমারীর বন্দর এ রেৃ’

মঙ্গলবার (৮ জুন) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।

 

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান প্রধানমন্ত্রীর গান গাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, “চিলমারী এলাকায় (রমনা, জোড়গাছ, রাজিবপুর, রৌমারী, নয়ারহাট) নদীবন্দর নির্মাণ’ প্রকল্পটি অনুমোদন দিয়েছে একনেক। অনুমোদনের সময় প্রধানমন্ত্রী ‘ওকি গাড়িয়াল ভাই… হাঁকাও গাড়ি তুই চিলমারীর বন্দর এ রেৃ’এই ভাওয়াইয়া গানটির কয়েকটি লাইন শুনিয়েছেন।”

এমএ মান্নান বলেন, “চিলমারী একসময় বিখ্যাত বন্দর ছিল। দেশভাগের পর আসামের সঙ্গে লিংক নষ্ট হওয়ায় গুরুত্ব কমে গেছে। এখন যেহেতু আমরা আঞ্চলিক ব্যবসা-বাণিজ্য বাড়াচ্ছি সেহেতু আমরা বন্দরটির সেইটি জাঁকজমকপূর্ণ অবস্থা ফিরিয়ে আনব।”

একনেক সূত্র জানায়, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের ‘চিলমারী এলাকায় (রমনা, জোড়গাছ, নয়ারহাট) নদীবন্দর নির্মাণ’ প্রকল্পটি ২৩৫ কোটি ৫৯ লাখ টাকা খরচে ২০২১ সালের জুলাই থেকে ২০২৩ সালের ডিসেম্বর মেয়াদে বাস্তবায়ন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *