আরো এক সপ্তাহ বাড়লো যশোরের লকডাউন

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোর অঞ্চলে করোনা শনাক্তের হার বৃদ্ধি পাওয়ায় আরো এক সপ্তাহ লকডাউন বাড়ানো হয়েছে। যশোর সদর উপজেলা ও অভয়নগর উপজেলায় গত সপ্তাহে লকডাউন ঘোষণা করেন যশোরের জেলা প্রশাসন। কিন্তু করোনাভাইরাস এর সংক্রমণ আরো বৃদ্ধি পাওয়ায় আরো এক সপ্তাহ লকডাউন ঘোষণা করেছেন জেলা প্রশাসন। এছাড়া ঝিকরগাছা ও শার্শা উপজেলার বেনাপোল পৌরসভার কঠোর স্বাস্থ্য বিধি মানার নির্দেশনা দেয়া হয়েছে।

মঙ্গলবার বিকেলে কমিটির সভাায় সার্বিক বিষয় পর্যালোচনা করে ‘লকডাউনের’ সময় ও আওতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

‘লকডাউন’কালে আগের বিধিনিষেধ কার্যকর থাকবে। জেলার অভ্যন্তরীণ রুটের যাত্রীবাস চলবে না। তবে দূরপাল্লার গাড়ি চলবে। রোগী পরিবহনকারী গাড়ি, অ্যাম্বুলেন্স, জরুরি পণ্য পরিবহনকারী ট্রাক প্রভৃতি ক্ষেত্রে এই আদেশ কার্যকর হবে না। কাঁচাবাজার, নিত্যপণ্যের দোকান সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে অন্য ধরনের দোকানপাট, শপিংমল, বিপণীবিতান বন্ধ থাকবে। ওষুধের দোকান বিধিনিষেধের আওতামুক্ত। এছাড়া আইনশৃঙ্খলার দায়িত্বপালনকারী, কৃষি উপকরণ ও খাদ্যসামগ্রী পরিবহন, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা, কোভিড টিকাদান, বিদ্যুৎ, পানি, জ্বালানি, ফায়ার সার্ভিস, স্থলবন্দর, টেলিফোন, ইন্টারনেট সেবাদাতা, গণমাধ্যম, বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা, মুদ্রণালয়, ডাকসেবাসহ অন্যান্য জরুরি সেবা চলমান থাকবে। খাবারের দোকান বা রেস্তোরাঁ খোলা থাকবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। তবে সেখান থেকে শুধু খাদ্য সরবরাহ করা যাবে। অতিজরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া যাবে না। রাস্তায় বের হওয়া সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *