আফগানিস্তানে বাংলাদেশী আইএস নেতা গ্রেপ্তারের দাবি

নিউজটি শেয়ার লাইক দিন

অনলাইন ডেস্ক: ইসলামিক স্টেট (আইএসআইএস) খোরাসানের দুই শীর্ষ নেতাকে আটকের পর তাদের তথ্য প্রকাশ করেছে আফগানিস্তানের গোয়েন্দা বিভাগ। খামা প্রেসের প্রতিবেদন অনুসারে, আটক শীর্ষ দুই আইএসআইএস নেতার মধ্যে একজন বাংলাদেশের অধিবাসী মোহাম্মাদ তানভীর।
আফগানিস্তান কর্তৃপক্ষ জানায়, তানভীর আইএসআই-এর তথ্য ও যোগাযোগ বিভাগের প্রধান ছিলেন। তিনি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের অধিবাসী ঈসা পাঞ্জাবির কাছ থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন।
দেশটির ন্যাশনাল ডাইরেক্টর অব সেক্রেটারি (এনডিএস) জানায়, আফগান গোয়েন্দা সংস্থা ওমর, আহমেদ ও নাসিরের সহযোগী হিসেবে মোহাম্মদ তানভীরকে গ্রেফতার করে। তিনি আইএসআইএস খোরাসানের শীর্ষ নেতাদের মধ্যে গোপন যোগাযোগ ব্যবস্থা নিয়ন্ত্রণ করতেন।
এদিকে তানভীরের পাশাপাশি আরেক শীর্ষ আইএসআইএস নেতা আলী মোহাম্মদকে গ্রেফতার করেছে আফগানিস্তান। জানা যায়, পাকিস্তানি এই নাগরিক জঙ্গি সংগঠনটির রসদ সরবরাহ নিশ্চিতের দায়িত্বে ছিলেন। সেই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আইএসআইএস-এর অর্থনৈতিক সহায়তা লাভের বিষয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করত এই শীর্ষ জঙ্গি নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *