আজ যবিপ্রবিয়ের জিনোম সেন্টারে করোনা শনাক্তের হার ৪২.৮০ শতাংশ

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: আজ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ২৭১ জনের নমুনা পরীক্ষা করে ১১৬ জনের নমুনাতে কোভিড-১৯ পজেটিভ এসেছে।

নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৪২.৮০ শতাংশ।  বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

 

যবিপ্রবির ল্যাবে ২৭১ জনের নমুনা পরীক্ষা করে ১১৬ জনের করোনা পজেটিভ এবং ১৫৫ জনের নেগেটিভ ফলাফল এসেছে।

 

যবিপ্রবি এনএফটি বিভাগের পরীক্ষণ দলের সদস্য ও চেয়ারম্যান, ড. শিরিন নিগার বলেন, যশোরে যে হারে করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে, তা খুবই উদ্বেগজনক। এ মহামারী থেকে নিজেকে সুরক্ষা করতে প্রথমে নিজে সচেতন হতে হবে ও অন্য কেও সচেতন করতে হবে। প্রত্যেকের মুখে মাস্ক  ব্যবহার করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চললেই করোনার সংক্রমণ কমানো সম্ভব বলে তিনি জানান।

 

উল্লেখ্য গত কাল বুধবারে যবিপ্রবির ল্যাবে ২৫১ জনের নমুনা পরীক্ষা করে ১২৯ জনের করোনা পজেটিভ এবং ৫৬ জনের নেগেটিভ ফলাফল এসেছে। শনাক্তের হার ছিলো ৫১.৩৯ শতাংশ

এর আগের দিন মঙ্গলবারে ৩৫৪ জনের নমুনা পরীক্ষা করে ১১৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। যার শতকরা হার ছিল ৩২.২০  শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *