অস্ত্র মামলায় পুটখালীর আশানুরের ১০ বছরের কারাদন্ড

নিউজটি শেয়ার লাইক দিন
স্টাফ রিপোর্টার: যশোরে অস্ত্র মামলায় পুটখালীর অস্ত্র ব্যবসায়ী আশানুরকে ১০ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার (২৮শে নভেম্বর) অতিরিক্ত জেলা ও দায়রা জজ তাজুল ইসলাম এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত আসানুর রহমান বেনাপোল পুটখালী গ্রামের হবিবর রহমানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি আসাদুজ্জামান।
আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ১১ এপ্রিল বেনাপোল পুটখালী উত্তরপাড়ায় সন্ধার পর সন্দেহজনভাবে ঘোরাঘুরি করতে থাকে আসানুর। তার চলাফেরা দেখে স্থানীয়দের সন্দেহ হয়। এক পর্যায় তারা একট্টা হয়ে আসানুরকে ধরে ফেলে। পরে তার কোমর থেকে একটি ওয়ান শুটারগান উদ্ধার করে তারা। এরপর তাকে গণপিটুনি দিয়ে একটি ঘরে আটকে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে অস্ত্রসহ আসানুরকে হেফাজনে নেয়। এঘটনায় বেনাপোল পোর্ট থানার এসআই মহাসিন হাওলাদার বাদী হয়ে মামলা করেন। মামলাটি তদন্ত করে ২০১৩ সালের ২৬ মে আসানুরকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। মঙ্গলবার রায় ঘোষনার দিনে বিচারক আসামির উপস্থিতিতে ১০ বছরের কারাদন্ড প্রদান করেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *