বেনাপোলে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের বেনাপোলে ২৭৫ বোতল ফেনসিডিলসহ আরিফ হোসেন (৩৮) নামে এক মাদক ব্যবসায় গ্রেফতার হয়েছে।

সোমবার (৪ই ডিসেম্বর ২০২৩) সকাল সাতটার দিকে বেনাপোল দৌলতপুর গ্রামের আমির হোসেন ওরফে আমুর বাড়িতে অভিযান চালিয়ে এ এবিপুল পরিমাণের ফেনসিডিলসহ তাকে গ্রেপ্তার করেন যশোর র‌্যাপিড একশন ব্যাটেলিয়ান (র‍্যাব-৬) এর সদস্যরা।

সে বেনাপোল দৌলতপুর গ্রামের খোরসেদ আলির ছেলে। তবে কৌশলে পালিয়ে গেছে অপর মাদক ব্যবসায়ী ও বাড়ির মালিক আমির হোসেন আমু (৫২)। সে ওই গ্রামের মৃত আইজউদ্দীন মোড়লের ছেলে।

https://www.novanews24.com/wp-content/uploads/2023/12/Fensidel-.jpg

যশোর র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, ফেনসিডিলসহ গ্রেফতার আরিফ ও পলাতক আমির হোসেন আমু এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী চোখ ফাঁকি দিয়ে ভারত থেকে কম দামে মাদকদ্রব্য নিয়ে এসে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতো। সোমবার ভোররাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি আমির হোসেন আমুর বাড়িতে বিপুল পরিমাণে ফেনসিডিল রয়েছে। এ সময়ে ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ২৭৫ বোতল ফেন্সিসহ আরিফ হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হলেও অপর মাদক ব্যবসায়ী আমির হোসেন আমু কৌশলে পালিয়ে যায়।

এ ঘটনায় আটককৃতের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পলাতক আমির হোসেন আমুকেও ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল ভূঁইয়া ফেনসিডিল মামলার আসামিকে থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে তাকে আদালতে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *