৫৪ বছর পর স্বপ্ন ধরা দিলো হান্নানের কাছে

নিউজটি শেয়ার লাইক দিন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ছোটবেলা থেকেই স্বপ্ন ছিলো লেখাপড়া করে মানুষের মত মানুষ হওয়ার। কিন্তু সে স্বপ্নই বাধা হয়ে দাঁড়ায় দৈন্যতা। মাধ্যমিকে ওঠার সাথে সাথে সেই স্বপ্ন শেষ হয়ে যায়। বই খাতা ছেড়ে খাবারের সন্ধানে ছুটতে হয় অন্যের দ্বারে। একসময় সে চাঁপাইনবাবগঞ্জে দলিল লেখার কাজ করতে শুরু করেন। কিন্তু সেখানেও বাধা হয়ে দাঁড়ায় লেখাপড়ায় কোন একাডেমিক স্বীকৃতি না থাকার কারণে।

তাই তিনি আরো অধ্যাবসায়ী হয়ে স্কুলে ভর্তি হন এবং এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন ২০২১ সালে। এত সময় আমরা যাকে নিয়ে আলোচনা করছিলাম তিনি হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার  শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কামাত গ্রামের মৃত মোহাম্মদ মঞ্জুরের ছেলে মোহাম্মদ আব্দুল হান্নানকে নিয়ে। ৫৪ বছর বয়সে এসএসসি পাস করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। তিনি দেশের মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন “ইচ্ছা থাকলে উপায় হয় প্রবাদটির উজ্জ্বল দৃষ্টান্ত”।

জানা গেছে, এ বছর তেলকুপি জামিলা স্বরণি ভোকেশনাল ইনস্টিটিউট থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন আব্দুল হান্নান। তিনি ৪.১১ পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে ফলাফল প্রকাশের পর তাকে শুভেচ্ছা জানিয়েছে পরিবার ও প্রতিবেশীরা।

 

আব্দুল হান্নান বলেন, আমি চাঁপাইনবাবগঞ্জ কোর্টে দলিল লেখার কাজ শিখছি। এ পেশায় যোগদান করে পরিচয়পত্র পেতে হলে ন্যূনতম এসএসসি পাসের সার্টিফিকেট লাগবে। তাই আমি স্কুলে ভর্তি হয়ে এসএসসি পরীক্ষা দেই এবং উত্তীর্ণ হই।

তিনি আরও বলেন, ইচ্ছা থাকলে সবই সম্ভব। শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা গ্রহণ করতে কোনো বয়স বাধা হতে পারে না। আমার পরীক্ষার ফলাফলে এলাকায় ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। শিক্ষা ছাড়া দেশ ও জাতি অন্ধকারে নিমজ্জিত থাকবে। তাই আপনাদের ছেলে-মেয়েকে স্কুলে পাঠান।

এদিকে ৫৪ বছর বয়সে এসএসসি পাস করায় এলাকায় ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। এমনকি আত্মীয়-স্বজনরা তাকে ধন্যবাদ জানিয়ে দোয়া করেছেন।

বিনোদপুর ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, ছোটবেলা থেকেই আব্দুল হান্নান খুব মেধাবী ছিলেন। কিন্তু অর্থনৈতিক দৈন্যতার কারণে লেখাপড়া করতে পারেনি। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা শেষ করে মাধ্যমিকে উঠলেই তার স্কুল জীবনের ইতি টানতে হয়। রুজি রোজগারের জন্য নেমে পড়তে হয় কাজের সন্ধানে। প্রথমদিকে এলাকায় ক্ষেত মজুরের কাজ করলেও পরে চাঁপাইনবাবগঞ্জ এক দলিল লেখকের কাছে থেকে কাজ করা শুরু করেন। সেখানেও একাডেমিক কোন সনদ না থাকায় তাকে পড়তে হয় বিপাকে। তাই তিনি এই পড়ন্ত বয়সে আবারও স্কুলে ভর্তি হন সেখান থেকে এসএসসি পরীক্ষা দেয় এবং সফলতার সাথে পাস করেন। বিষয়টি এলাকার লোককে লেখাপড়ায় উদ্বুদ্ধ করবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *