১৩৫ আরোহী নিয়ে রানওয়েতেই ছিটকে পড়ল ইরানের বিমান

নিউজটি শেয়ার লাইক দিন

অনলাইন ডেস্ক: ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ১৩৫ আরোহীএকটি যাত্রী বাহী বিমান রানওয়ে থেকে পাশের একটি রাস্তায় ছিটকে পড়েছে। তবে এ দুর্ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সোমবার স্থানীয় সময় সকালের দিকে তেহরান থেকে মাশাহারে যাওয়ার সময় দেশটির খুজেস্তান প্রদেশের মাহশাহর শহরের প্রধান বিমানবন্দরে রানওয়ে থেকে ছিটকে পড়ে। বিমানটির ল্যান্ডিং গিয়ারে ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কয়েকটি ছবি ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, উড়োজাহাজটি একটি জনবহুল এলাকার কাছে গিয়ে থেমেছে। এতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় মানুষ। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন দেশটির সরকারি কর্মকর্তারা।

খুজেস্তানের প্রাদেশিক বিমানবন্দর পরিচালক মোহাম্মদ রেজা রেজানিয়ান বলেছেন, সব আরোহীকে বিমান থেকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে। কাস্পিয়ান এয়ারলাইন্সের এই উড়োজাহাজটি তেহরান থেকে মাশাহারে যাচ্ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *