হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া কিশোর উন্নয়ন কেন্দ্রের কিশোরের পলায়ন

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রের রাজু বিশ্বাস (১৬) নামে এক কিশোর ‘বন্দি’ পালিয়েছে। সোমবার সাড়ে ১২টার দিকে যশোর জেনারেল হাসপাতালের আউটডোরে তাকে চিকিৎসাসেবা দেওয়ার সময় এসে কৌশলে পালিয়ে যাই। পলাতক রাজু ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার দেবকিনন্দপুর গ্রামের আব্দুল ওহাব বিশ্বাসের ছেলে।

মেডিকেল সহকারী নজির আহমেদ বলেন, ‘সকালে বন্দি রাজু বিশ্বাসকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাই। তাকে হাসপাতালের ডাক্তার সোলায়মান কবীরকে দেখিয়ে ওষুধ কিনতে যাই। ওইসময় রাজুকে কেন্দ্রের মাইক্রোবাসের ভেতরে রেখে বাইরে থেকে লক করে রাখা হয়। ফিরে এসে দেখি সে গাড়িতে নেই। ভেতর থেকে লক খুলে সে পালিয়ে গেছে।’
যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের (বালক) তত্ত্বাবধায়ক (সহকারী পরিচালক) জাকির হোসেন বলেন, ‘আমাদের কর্মীরা বাসস্ট্যান্ড, টারমিনাল, রেলস্টেশনসহ বিভিন্ন স্থানে তাকে খুঁজছে। এ বিষয়ে কোতয়ালী একটি জিডি করা হয়েছে।’
তিনি জানান, তিন সপ্তাহ আগে (১১ সেপ্টেম্বর) পেঁয়াজ চুরির একটি মামলায় ফরিদপুর থেকে ওই কিশোরকে যশোর কেন্দ্রে পাঠানো হয়। তার বুকে ব্যথা ও শ্বাসকষ্ট হচ্ছিল। সেকারণে আজ সকালে কেন্দ্রের কর্মীদের সঙ্গে তাকে যশোর জেনারেল হাসপাতালে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পাঠানো হয়।
উল্লেখ্য যশোর পুলেরহাটে কিশোর উন্নয়ন কেন্দ্র থেকে গত  আগস্টে ওই কেন্দ্রে ‘বন্দি’ তিন কিশোরকে পিটিয়ে হত্যা করে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা। তারপর এরপরই কিশোর উন্নয়ন কেন্দ্রটি ব্যাপক আলোচনায়় আসেন। এর পরপরই কেন্দ্রটিতে ব্যাপক আলোচনা তৈরি হচ্ছে দিন দিন দিন।কাজিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *