সোলাইমানির তথ্যদাতাকে ফাঁসিতে ঝোলানোর নির্দেশ

নিউজটি শেয়ার লাইক দিন

অনলাইন ডেস্ক: ইরানের কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানির গতিবিধির তথ্য সরবরাহকারী গুপ্তচরের ফাঁসি খুব শিগগিরই কার্যকর করা হবে। এমনটাই জানিয়েছে ইরানের বিচার বিভাগের মুখপাত্র গোলাম হোসেন ইসমাইলি।রাজধানী তেহরানে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। খবর আল জাজিরার।

গত ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন বাহিনীর বিমান হামলায় জেনারেল কাসেম সোলাইমানি মারা যান।

সংবাদ সম্মেলনে ইসমাইলি বলেন, সাইয়্যেদ মাহমুদ মুসাভি নামের মোসাদের এক গুপ্তচরকে আটক করা হয়েছে। যিনি অর্থের বিনিময়ে ইরানের নিরাপত্তা সংক্রান্ত তথ্য শত্রুদের কাছে সরবরাহ করত। জেনারেল কাসেম সোলাইমানির অবস্থান স্থল ও গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহ করে তা সিআইএ ও মোসাদের হাতে তুলে দিয়েছিল এই গুপ্তচর।

ইরানের বিপ্লবী আদালত এই গুপ্তচরের বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়েছে, যা দ্রুতই কার্যকর করা হবে। তবে কবে কার্যকর করা হবে তা জানাননি তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *