শার্শা সীমান্তে ৮কেজি ওজনের ৭০ টি স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা বাগাছড়া সীমান্তে ৮কেজি ১৬৩ গ্রাম ওজনের ৭০ টি স্বর্ণের বার দুই পাচারকারী আটক হয়েছে।

আটককৃতরা হলেন, বেনাপোল পুটখালী গ্রামের দেবেন মোড়লের ছেলে শফিকুল ইসলাম (২৯) ও চাঁদপুর জেলার কচুয়া থানা এলাকার রতন প্রধানের ছেলে হান্নান প্রধান (২৯)।

বুধবার (২৫শে জানুয়ারি ২০২৩) বিকাল সাড়ে ৪ টার দিকে খুলনা ২১ বর্ডার গার্ডের বাংলাদেশ (বিজিবি) অধিভুক্ত সীমান্ত উপজেলার বাগাছড়ার কায়বা ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে একটি সাদা রংয়ের প্রাইভেটকার সহ দুইজন পাচারকারীকে এ বিপুল পরিমাণের স্বর্ণসহ আটক করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা ২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্ট কর্নেল তানভীর রহমান।

https://www.novanews24.com/wp-content/uploads/2023/01/Gold-8-kg.jpg

খুলনা ২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্ট কর্নেল তানভীর রহমান বলেন, বুধবার বিকাল সাড়ে ৪ টার দিকে গোপন গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি দুইজন পাচারকারী একটি সাদা রংয়ের প্রাইভেটকার যোগে বিপুল পরিমাণের স্বর্ণ নিয়ে পাচারের উদ্দেশ্যে কায়বা সীমান্তের দিকে যাচ্ছে। এ সময়ে সাথে সাথে কায়বা বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যদেরকে সেখানে অভিযানে পাঠালে পাঁচ কায়বা নামক স্থানে একটি আম বাগানের পাশে অভিযান চালিয়ে সাদা রংয়ের প্রাইভেটকার টি থামিয়ে তাদেরকে আটক করা হয়। পরে প্রাইভেটকার তল্লাশী করলে গাড়ীর ডান পার্শ্বে থাকা ষ্টিয়ারিং এর সামনে মিটার গেজে ষ্টীলের বক্সের ভিতরে কসটেপ দিয়ে মুড়িয়ে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৮.১৬৩ কেজি ওজনের মোট ৭০ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় সাত কোটি টাকা। আটককৃতদের বিরুদ্ধে স্বর্ণ পাচারের মামলা দিয়ে তাদেরকে শার্শা থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

 

উল্লেখ্য, গত ২০২২ সাল হতে খুলনা ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্ত এলাকা হতে মোট ২২ (বাইশ) বারে ২৩ জন আসামীসহ সর্বমোট ৬৫ কেজি ২২২ গ্রাম স্বর্ণ আটক করা হয়েছে। যার মূল্য-৪৮,৩০,৫৪,১০০- (আটচল্লিশ কোটি ত্রিশ লক্ষ চুয়ান্ন হাজার একশত) টাকা। বাইশ বারের মধ্যে আগস্ট-২০২২ মাসে ৪ (চার) বার, সেপ্টেম্বর-২০২২ মাসে ৬ (ছয়) বার, অক্টোবর-২০২২ মাসে ২ (দুই) বার, নভেম্বর মাসে ৩ (তিন) বার, ডিসেম্বর মাসে ১ (এক) বার এবং ২০২৩ সালে চলতি মাসে ৪ (চার) বার স্বর্ণ আটক করা হয়েছে। চোরাচালান প্রতিরোধে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) সর্বদা তৎপর রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *