শার্শায় বিজিবির অভিযানে ৮৩৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের শার্শায় তামিম পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস থেকে ৮৩৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১০ই মার্চ ২০২৩) সকাল দশটার দিকে জেলার শার্শা উপজেলার নাভারণ-সাতক্ষীরা মোড়ে যাত্রীবাহী বাসটিতে তল্লাশি করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা এ বিপুল পরিমাণের মাদকদ্রব্য উদ্ধার করেন। তবে এসব মাদকদ্রব্য পাচারের দায়ে বিজিবি কাউকে আটক করতে সক্ষম হয়নি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন কর্নেল জামিল হোসাইন বলেন, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সাতক্ষীরা থেকে যশোরগামী টাঙ্গাইল মেট্রো জ-১১-০০৪৮ নাম্বারের তামিম পরিবহনের একটি যাত্রীবাহী বাসে বিপুল পরিমাণে ইয়াবা পাচার করা হচ্ছে। খবর পেয়ে সাথে সাথে ৪৯ বিজিবি ব্যাটেলিয়নের একটি চৌকষ টহলদল জেলার শার্শা উপজেলার নাভারণ-সাতক্ষীরা মোড়ে অবস্থান করে। বাসটি সকাল দশটার দিকে সাতক্ষীরা থেকে নাভারন সাতক্ষীরা মোড়ে এসে পৌঁছালে বাসটিতে তল্লাশি করে বাসের ভিতর থেকে ৮৩৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে আশেপাশের সিটের যাত্রীদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, বিজিবি’র উপস্থিতি বুঝতে পেরে বাসটি ঘটনাস্থলে আসার আগেই ব্যাগটি রেখে লোকটি বাস থেকে নেমে যায়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট ধ্বংস করতে অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *