রংপুরে সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে ডিআইজির মত বিনিময়

নিউজটি শেয়ার লাইক দিন
 রংপুর প্রতিনিধি: রংপুরে বিভিন্ন দেশের সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে রংপুর রেঞ্জের ডিআইজিসহ বিভাগের উর্ধতন কর্মকর্তা ও সেনা কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে রংপুর বিভাগীয় কমিশনারের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রংপুর অঞ্চলের আইন শৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন সম্ভাবনাসহ বিভিন্ন বিষয় প্রবন্ধ পাঠের মাধ্যমে তুলে ধরা হয়। ভিডিও দেখতে এখানে ক্লিক করুন ।পরে এসব বিষয়ে আলোচনা ও মতামত ব্যক্ত করেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য,  সেনাকর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল  জামাল হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল হাফিজুর রহমান ও ব্রিগেডিয়ার জেনারেল আফতাব হোসেনসহ বিভাগীয় উর্ধতন কর্মকর্তারা। এতে এনডিসি স্টাডি কোর্সের অংশ হিসেবে চিনের সেনাকর্মকর্তা চে জেন লি, বারমুডার সেনাকর্মকর্তা ক্যাপ্টেন আলী মোহাম্মদ, ভারতের সেনাকর্মকর্তা গুরু কৃষ্ণ ও সৌদি আরবের সেনাকর্মকর্তা আব্দুল্লাহ বিন আব্দুর রহমানসহ বিভিন্ন দেশের এগারজন সেনাকর্মকর্তা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *