যে সব শিক্ষার্থীকে অবশ্যই পরীক্ষা দিতে হবে

নিউজটি শেয়ার লাইক দিন

ডেস্ক নিউজ: দেশের মাদ্রাসা, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের পরীক্ষা দিতে না হলেও অবশ্যই অবশ্যই কারিগরি বিষয়ে পড়াশোনা ও শিক্ষার্থীদের কে পরীক্ষা দিতে হবে। বুধবার দুপুরে মাধ্যমিকের বার্ষিক পরীক্ষার বিষয়ে ভার্চুয়াল প্রেস কনফারেন্সে শিক্ষা মন্ত্রী ডাক্তার দীপু মনি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিক, মাধ্যমিক উচ্চমধ্যমিক ও মাদ্রাসার শিক্ষার্থীদের পড়াশোনার বিষয়টি তাত্ত্বিক। কিন্তু কারিগরি শিক্ষার ক্ষেত্রে ভিন্ন। তাই তাত্ত্বিক বিষয়ে পরীক্ষা গুরুত্বটা খুব বেশি নয়। তবে কারিগরি শিক্ষা  শিক্ষার্থীদের ক্ষেত্রে পরীক্ষাটি অবশ্যই গুরুত্বপূর্ণ। তাই এ বিষয় নিয়ে যারা লেখাপড়া করেন তাদেরকে অবশ্যই পরীক্ষা দিতে হবে। পরীক্ষার মাধ্যমেই তাদেরকে মূল্যায়ন করা হবে বলে তিনি জানান। প্রেস ব্রিফিংয়ে আরো যুক্ত ছিলেন উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুক,শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ মোহাম্মদ আমিনুল ইসলাম খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *