যুক্তরাষ্ট্রেকে হুঙ্কার ছেড়ে, একসঙ্গে ৮ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া

নিউজটি শেয়ার লাইক দিন

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রেকে রুখতে এবার একসঙ্গে আটটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া।

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র চার বছরেরও বেশি সময়ের মধ্যে মার্কিন বিমানবাহী রণতরী নিয়ে প্রথম সম্মিলিত সামরিক মহড়া চালানোর একদিন পর নিজেদের পূর্ব উপকূলে পিয়ংইয়ং রবিবার স্বল্প-পাল্লার এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল কিম জং উনের দেশ।

এ ব্যাপারে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর জয়েন্ট চীফ অব স্টাফ জানিয়েছে, উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের সুনান এলাকা থেকে স্বল্প-পাল্লার আটটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনাকে উত্তর কোরিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি সুং কিমের সিউল সফরের জবাব হিসেবেও মনে করা হচ্ছে।

সূত্র: রয়টার্স।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *