যশোর ডিবির অভিযানে স্বর্ণসহ সাড়ে ৮ কোটি টাকার মালামাল জব্দ

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্ট: যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে স্বর্ণসহ ৮ কোটি ৪৯ লাখ ৫৩ হাজার ৮৭০ টাকার মালামাল জব্দ হয়েছে।

জব্দকৃত এসব মালামালের মধ্যে রয়েছে, ৭ কোটি ৫৭ লাখ ১২ হাজার ৬৮০ টাকা মূল্যের ৯ কেজি ৭৫৮ গ্রাম ওজনের স্বর্ণ। সরকারি ডিএপি চুরি হাওয়া ৮৩ লাখ ৭৮ হাজার টাকা মূল্যের ১৫৬৬ বস্তা সার। এসব সার চুরির সাথে জড়িত থাকার দায়ে ১৩ জনকে আটক করে গোয়েন্দা পুলিশের সদস্যরা। যশোর শার্শায় দোকান থেকে চুরি হওয়া ১ লাখ ৬২ হাজার ২০০ টাকা মূল্যের ১১৭ বস্তা চাল। চুরির সাথে জড়িত থাকার দায়ে ১০ জনকে আটক করে, বেনাপোল বন্দরের থেকে চুরি হওয়া ৬ লাখ ৯৬ হাজার টাকা মূল্যের একটি ট্রাক লোহার কুচিসহ। চুরির সাথে জড়িত থাকার দায়ে তিনজনকে আটক করে গোয়েন্দা পুলিশের সদস্যরা। বিকাশ প্রতারণায় ৫০ হাজার ৯৯০ টাকা

এছাড়া গোয়েন্দা পুলিশের সদস্যরা দু’টি পিস্তল,দুই রাউন্ড কার্তুজ, দুটি চুরি হওয়া ভ্যান, দুটি ট্রাক,২৫০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট,৫ কেজি ৯৫ গ্রাম গাঁজা,৭৮ বোতল ফেনসিডিল,২৫৫ পিস ইয়াবা, ৪৯ বোতল বিদেশি মদ, সাতটি চোরাই মোটরসাইকেল, ২৫ টি চোরায় মোবাইল ফোন, পাঁচটি চোরাই ইজিবাইক, অপহৃত পাঁচজন ভুক্তভোগী,

পহেলা সেপ্টেম্বর থেকে ত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণ টাকা মূল্যের স্বর্ণের বার, বিভিন্ন ধরনের মালামাল,মাদকদ্রব্য ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেন যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা।

যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার বলেন, চোরাচালান, চুরি- ছিনতাই, সন্ত্রাস ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সর্বদা সক্রিয় রয়েছে। গোয়েন্দা টিমের আন্তরিক প্রচেষ্টায় গত এক মাসে প্রায় সাড়ে আট কোটি টাকা মূল্যের স্বর্ণের বার, চোরাই মালামাল ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। সংশ্লিষ্ট অপরাধের সাথে জড়িত থাকার দায় ২৮ জন অপরাধীকে আটক করতে সক্ষম হয়েছি। আগামীতে যশোর জেলা গোয়েন্দা পুলিশের তৎপরতা আরো বৃদ্ধি করা হবে। এর ফলে নতুন নতুন অভিযানে বেশি সফলতা আসবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *