যশোরে স্ত্রী ও প্রেমিক মিলেই হত্যা করে দুবাই প্রবাসী স্বামীকে

নিউজটি শেয়ার লাইক দিন

তরিকুল ইসলাম মিঠু,যশোর: দুবাই প্রবাসী স্বামী সোহেল রানা (৪০)কে পরিকল্পিতভাবে হত্যা করে তারই স্ত্রী খুশি মীম, খুশি’র স্কুল বন্ধু প্রেমিক ফারাব্বিও সোহেলের ভাতিজা জিয়াদুল ইসলাম ওরফে জিসান (১৯)। 

শুক্রবার (১৪ই এপ্রিল ২০২৩) দুপুরে সোহেল রানের স্ত্রী খুশি মীম ও ভাতিজা জিয়াদুল ইসলাম ওরফে জিসানকে আটকের পর যশোর জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়েছে।

আটক খুশি মিম যশোর আলমনগর এলাকার আব্দুল আলীমের মেয়েও জিয়াদুল ইসলাম ওরফে জিসান যশোর হালসা বিশ্বাস পাড়া এলাকার জাহিদুল ইসলাম রয়েলের ছেলে।

উল্লেখ্য বুধবার (১২ই এপ্রিল ২০২৩) সন্ধ্যা সাতটার দিকে দুবাই প্রবাসী সোহেল রানা তার আপন ভাতিজা জিয়াদুল ইসলাম ওরফে জিসানের মোটরসাইকেল করে সোহেল রানা শশুর বাড়ি যশোর আলমনগরে যাচ্ছিলেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে যশোর মঠবাড়ি বুক ভরা বেড়ির রাস্তায় পৌঁছালে মোটরসাইকেলের গতিরোধ করে সোহেলের রানার স্ত্রী খুশি মীম ও খুশির প্রেমিক ফারাবি তাকে বেড়ি বাঁধের রাস্তার উপরে উপযুক্তপরি ভাবে কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। এ সময়ে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। হত্যাকাণ্ডের পর নিহত সোহেল রানার ভাই শুক্রবার সকালে যশোর কোতোয়ালী থানায় একটা হত্যা মামলাদার দায়ের করেন। মামলাটি গুরুত্বপূর্ণ হওয়ায় যশোরের জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ  যশোর কোতোয়ালী থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে শুক্রবার দুপুরে হত্যাকাণ্ডে সাথে জড়িত থাকার দায়ে সোহেল রানার স্ত্রী খুশি মীম ও সোহেলের ভাতিজা জিয়াদুল ইসলাম ওরফে জিসান কে আটক করেন।

যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার বলেন, আটকের পর জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করে জানিয়েছেন, জিয়াদুল ইসলাম জিসানদের সাথে নিহত সোহেল রানার পারিবারিক কলহের জের হিসেবে জিসান প্রতিশোধ গ্রহণের জন্য সোহেল রানার শত্রু সোহেল রানার স্ত্রী খুশি মিম এর এক্স বয় ফ্রেন্ড ফারাব্বির সাথে সোহেল কে হত্যার পরিকল্পনা করেন। ঘটনার দিন ভাতিজা জিসান ভিকটিম সোহেল রানাকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে সোহেল রানার শ্বশুরবাড়ীতে যাওয়ার সময়ে গোপনে আগেই জিসান হুয়াটসএপে ফারাব্বিকে জানায়। ফারাব্বি পথিমধ্যে অজ্ঞাত সহযোগীদের নিয়ে উৎপেতে থাকে। পরে মঠবাড়ী ভেড়ির রাস্তায় পৌছাইলে নিরিবিলি এলাকায় মোটরসাইকেলের গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে তাকে আশপাশের লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ফারারিকে ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *