স্টাফ রিপোর্টার: যশোর সড়ক দুর্ঘটনায় জাহানারা বেগম (৬০) ও সুমাইয়া আক্তার (১২) নামে দুই নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে যশোর খোলাডাঙ্গা বিএডিসি সার গোডাউন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত জাহানারা বেগম জেলার মনিরামপুর যশোরের মণিরামপুর উপজেলার সিরাজসিংহা এলাকার বাসিন্দা। আর সুমাইয়া আক্তার (১২) জাহানারা বেগমের নাতনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, জাহানারা ও সুমাইয়াসহ ৫জন একটি ভ্যানে সিরাজসিংহা গ্রাম থেকে যশোর শহরের ধর্মতলা এলাকায় দাওয়াত খেতে যাচ্ছিলেন। পথিমধ্যে খোলাডাঙ্গা সার গোডাউন এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় সাতক্ষীরা থেকে ঢাকাগামী একে ট্রাভেলসের একটি বাস ভ্যানে ধাক্কা দেয়। এতে জাহানারা ও সুমাইয়া ভ্যান থেকে পড়ে গিয়ে বাসের চাকায় পিষ্ট হয়ে মারা যান। এ ঘটনায় ভ্যানের চালক ছিটকে গিয়ে গুরুতর জখম হন। তাছাড়া ভ্যানে থাকা অপর তিন যাত্রীও আহত হন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ নিজ এলাকায় ফিরেছেন বলে তারা জানান।
যশোর ট্রাফিক বিভাগের ইনসপেক্টর মাহাবুব কবীর জানিয়েছেন, দুপুরে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। তবে ঘাতক বাসটির চালক ও সহকারী চালক পালিয়েছে। এ ঘটনায় থানায় দুটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে বলে তিনি জানান।