যশোরে নকল ড্রিংকস, ট্যাংকস,ম্যাঙ্গো জুস,স্যালাইন তৈরীর সময়ে তিনজন আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের কেশবপুর উপজেলার সাবদিয়া অফিসপাড়া কেন্দ্রীয় কবরস্থানের উত্তর পার্শ্বে রাজিবুল ইসলামের চারতলা বিল্ডিং এর নিচতলায় নকল ড্রিংকস, ট্যাংকস,ম্যাঙ্গো জুস, খাবার স্যালাইন তৈরীর সময়ে তিনজন আটক হয়েছে।

বুধবার রাত ৯ টার দিকে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করেন।

আটককৃতরা হলেন, প্রতিষ্ঠানটি ম্যানেজার (১) খাদিজা খাতুন @ নাইস (৩২), (২) আনন্দ দাস (৩০) ও (৩) রুহুল আমিন (৩২)।

এ সময় গোয়েন্দা পুলিশের সদস্যরা কারখানা থেকে নকল খাদ্য তৈরির উপাদান তানজীম সফট ড্রিংকস্ পাউডার ৫৫ কার্টুন, ২৬৪০ কৌটা, ভেজাল ম্যাঙ্গো সফট ড্রিংকস্ ২০ কার্টন, ১৪,৪০০ প্যাকেট,ভেজাল তানজীম ম্যাঙ্গো ড্রিংকস্ পাউডার ৪ কার্টুন, ৩৮৪ প্যাকেট,ভেজাল সফট ড্রিংকস্ পাউডার ১০ বস্তা, ৪০০ কেজি,ষ্টীলের তৈরি পুরাতন ওভেন ২ টাসিলিং মেশিন ১ টা, মিকচার মেশিন ১ টা, ওজন পরিমাপক যন্ত্র ১ টা, চিনি ২ বস্তা জব্দ করেন।

যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকর জানান, বুধবার দুপুরে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি জেলার কেশবপুর উপজেলার সাবদিয়া অফিসপাড়া কেন্দ্রীয় কবরস্থানের উত্তর পার্শ্বে রাজিবুল ইসলামের চারতলা বিল্ডিং এর নিচতলায় নকল ড্রিংকস, ট্যাংকস,ম্যাঙ্গো জুস, খাবার স্যালাইন তৈরী করা হচ্ছে। বিষয়টি যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার কে জানালে তিনি ভেজাল খাদ্য উৎপাদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।  যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক শহিদুল ইসলাম, এসআই সোলায়মান আক্কাস, এসআই আরিফুল ইসলামগণের সমন্বয়ে একটা চৌকস টিম সাবদিয়া অফিসপাড়া কেন্দ্রীয় কবরস্থানের উত্তর পার্শ্বে রাজিবুল ইসলামের চারতলা বিল্ডিং এর নিচতলায় অভিযান চালিয়ে নকল ড্রিংকস, ট্যাংকস,ম্যাঙ্গো জুস, খাবার স্যালাইন তৈরীর সময়ে হাতেনাত তিনজনকে আটক করেন। বৃহস্পতিবার দুপুরে তাদের বিরুদ্ধে ভেজাল খাদ্য উৎপাদন ও সরবরাহ মামলা দিয়ে তাদের আদালতে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *