যশোরে দু’টি পিস্তল গুলিসহ অস্ত্র তৈরিকারক আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরে দুটি ওয়ান শুটারগান পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ কামরুল ইসলাম @ খোড়া কামরুল (৫৬) নামে একজন অস্ত্র তৈরিকারকও অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশের সদস্যরা।

শনিবার দিবাগত রাত ১২টা দিকে যশোর ভাতুড়ীয়া এলাকা থেকে তাকে এ পিস্তল ও গুলিসহ আটক করেন যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা।

পিস্তল গুলিসহ আটক কামরুল ইসলাম @ খোড়া কামরুল যশোর শহরতলী ভাতুরিয়া উত্তরপাড়া এলাকার আব্দুল গফুর মোল্লা ছেলে।

এর আগেও ১৫ই জানুয়ারি ২০১৯ ইংরেজি তারিখে

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামসেদুল আলম ও মোহাম্মদ হাফিজুল হক মাদকবিরোধী অভিযানে গিয়ে যশোর সদর উপজেলার ভাতুড়িয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ভাতুড়িয়া দাড়িপাড়া এলাকায় কামরুল ইসলাম @ খোড়া কামরুলের বাড়িতে গিয়ে দেশীয় অস্ত্র তৈরির সন্ধান পেয়ে সেখানে অভিযান চালিয়ে ১টি দেশীয় পিস্তল, ২টি ম্যাগাজিন, ১ রাউন্ড গুলি, ১টি খেলনা পিস্তল, বন্দুকের ব্যারেল, লোহার পাতসহ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে ছিলেন। সেই সময় তাঁর বিরুদ্ধে অস্ত্র তৈরিও অস্ত্র বিক্রির দায়ে মামলা দিয়ে তাকে আদালতে হস্তান্তর করেন । কিছুদিন পর জামিনে বের হয়ে আবার একই নিষিদ্ধ ব্যবসায় জড়িয়ে পড়েন পড়েন তিনি।

এর আগেও ১৫ই জানুয়ারি ২০১৯ সালে অস্ত্র-গুলিসহ আটক হওয়া কামরুল ও তার স্ত্রী

 

যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিস ইনচার্জ রুপণ কুমার সরকার বলেন, ওয়ান শুটার গান পিস্তল ও গুলিসহ আটক কামরুল ইসলাম @ খোড়া কামরুল যশোরের একজন শীর্ষ সন্ত্রাসী, অস্ত্র তৈরি কারকও অস্ত্র ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে তার লেদ মেশিনে অস্ত্র তৈরি করেও বিভিন্ন জায়গায় অস্ত্র সরবরাহ করে আসছিল। এর আগেও সে অস্ত্র তৈরির সময়ে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটের কাছে অস্ত্রসহ আটক হয়েছিল। আদালত থেকে জামিন পেয়ে সে আবারো এ অবৈধ অস্ত্র তৈরি ও বেচাকেনার সাথে জড়িয়ে পড়েন। গতকাল শনিবার রাত এগারোটার দিকে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যশোর ভাতুড়ীয়া বাজার এলাকায় কামরুল ইসলাম অস্ত্র-গুলি নিয়ে অবস্থান করছে। এ সময় যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই শাহীনূর রহমান, এসআই সামনুর মোল্লা সোহান, এএসআই আশরাফুল ইসলাম, এএসআই নাজমুল ইসলামের সমন্বয়ে একটা চৌকস টিম সেখানে অভিযানে পাঠানো হয়। একপর্যায়ে রাত বারোটার দিকে চাচঁড়া চেকপোস্টের দক্ষিণ পার্শ্বে চাচঁড়া টু সাড়াপোল রোডের মফিজের চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে তারা শীর্ষ সন্ত্রাসী কামরুল ইসলাম @ খোড়া কামরুলকে ২ টা আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজসহ গ্রেফতার করেন। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে তাকে আদালতে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান এ কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *