যশোরে ছাত্রাবাসে পিস্তল গুলি বোমা মাদকদ্রব্য, আটক ৩

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক, যশোর: যশোরের  শেখহাটি  এলাকায় একটিচ ছাত্রাবাসে অভিযান চালিয়ে একটি বিদেশী শটগান, একটি পিস্তল, ৫টি বোমা, দুটি রাম-দা, রড, চাকু,মদও ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এর সাথে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এ অভিযান চালায় পুলিশ। আটকরা হলেন যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী তৌফিক ইসলাম, ৪র্থ বর্ষের শিক্ষার্থী আবু হেনা রোকন ও কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের ২য় বর্ষের ছাত্র রাফিউন।

যশোর মডেল থানার অফিস ইনচার্জ মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি শেখাটি এলাকার কাজী ছাত্রাবাসে বিপুল পরিমানের অস্ত্র বোমা রয়েছে। এ খবরের ভিত্তিত্বে  মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ওই ছাত্রাবাসে অভিযান চালালিয়ে ১টি বিদেশী শর্টগান, ১টি পিস্তল, ৫ পিস বোমা, ৫ রাউন্ড শর্টগানের গুলি, বিপুল পরিমাণ ইয়ারগানের গুলি, বোমা তৈরির সরজ্ঞাম, দেশীয় অস্ত্র, বিদেশী মদ, ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়। ছাত্রবাসটি দীর্ঘ দিন ধরে স্থানীয় সন্ত্রাসীদের গোপন আস্তানা ও অস্ত্রভান্ডার হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *