যশোরে একটি ট্রাকসহ আন্ত জেলা চোর চক্রের ৩ সদস্য আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরে একটি ট্রাক ও কাটার যন্ত্রপাতিসহ আন্তজেলা চোর চক্রের ৩ সদস্য আটক হয়েছে।

বুধবার (২৯শে সেপ্টেম্বর ২০২২) দিবাগত রাত তিনটার দিকে যশোর সদর উপজেলার বসুন্দিয়া এলাকায় গ্রামীন ফোনের টাওয়ারে চুরি করার সময়ে যশোর র‌্যাব-৬ এর সদস্যরা তাদের আটক করেন।

আটককৃত আসামিরা হলেন, যশোর সদর উপজেলার রাজাপুর কচুয়া এলাকার আব্দুর রহিম মোল্লার ছেলে  হৃদয় মোল্লা (৩২), বর্তমানে খুলনা জেলার শিরোমনি উপজেলার গিলাতলা পালপাড়া ০৫ নং ওয়ার্ডের বাসিন্দা, গোপালগঞ্জ জেলার সদর উপজেলার ৮ নম্বর লতিফপুর ইউনিয়নের মানিকদহ ৩ নম্বর ওয়ার্ডের হানিফ শেখের ছেলে সোহান শেখ (২৮) ও  গোপালগঞ্জ জেলার ৮ নম্বর লতিফপুর ইউনিয়নের মানিকদহ ৩ নম্বর ওয়ার্ডের মুজিবর মীরের ছেলে জাহিদুল ইসলাম (২৭), অভিযানিক দলটি এ সময়ে চোর চক্রের সদস্যদের কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত ঢাকা মেট্রো- ন-২৩-২২৯ রেজিঃ নং ট্রাক এবং গ্র্যান্ডিং মেশিন, গ্র্যান্ডিং মেশিন এর কাটিং ব্লেড, হেক্সা ব্লেড, হেক্সা
ফ্রেম ও গ্র্যান্ডিং মেশিন চালানোর জন্য টু-পিন সকেটসহ ২০ ফুট ইলেকট্রিক তারসহ ০৩(তিন)জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

যশোর র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার এম. নাজিউর রহমান বলেন,  ট্রাকসহ আটকৃতরা আন্তজেলা চোরচকের সদস্য। তারা দীর্ঘদিন ধরে এক জেলা থেকে আরেক জেলায় চুরির সাথে জড়িত ছিল। বিশেষ করে তারা বিভিন্ন ফোন কোম্পানির টাওয়ারে চুরি করতো। এরপর ওই ট্রাকে করে এক জেলা থেকে আরেক জেলায় মালামাল নিয়ে নির্জন স্থানে সংরক্ষণ করতো। এরপর সেখান থেকে তারা মালামাল বিক্রি করতো। তাদের সাথে আর কেউ আছে কিনা? সে বিষয়েও তদন্ত চালানো হচ্ছে। আটককৃতদের বিরুদ্ধে চুরির মামলা দিয়ে বৃহস্পতিবার দুপুরে তাদেরকে যশোর কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *