যশোরের নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে যৌতুক মামলা

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক : নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম তারিক-উজ-জামানের বিরুদ্ধে যশোর আদালতে যৌতুক নিরোধ আইনে মামলা হয়েছে ।  মঙ্গলবার যশোর শহরের শংকরপুর ইসহাক সড়কের বাসিন্দা নজরুল ইসলামের মেয়ে নাজিরা ইসলাম এ মামলা করেছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মঞ্জুরুল ইসলাম অভিযোগটি গ্রহণ করে আসামির প্রতি সমন জারির আদেশ দিয়েছেন। বিএম তারিক-উজ-জামান যশোর সদরের বাজুয়াডাঙ্গা গ্রামের জাফরের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী আকবর হোসেন।

মামলার অভিযোগে জানা গেছে, তারিক-উজ-জামান নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারী কমিশনার)। তিনি ওএসডি হয়ে বর্তমানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সংযুক্ত আছেন। তারিক-উজ-জামান ২০০৮ সালের ১৪ মার্চ নাজিরা ইসলামকে বিয়ে করেন। দাম্পত্য জীবনে তিনি দুই সন্তানের জনক। তিনি মাদকাসক্ত হওয়ায় গভীর রাতে বাড়ি ফিরে ৫ লাখ টাকা যৌতুক দাবি করে স্ত্রীর উপর শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। দুই সন্তানের মুখের দিকে চেয়ে নাজিরা ইসলাম নির্যাতন সহ্য করে সংসার করে আসছেন। ২০১৯ সালের ৮ ডিসেম্বর ৫ লাখ টাকা যৌতুক এনে দিতে বলেন তার স্ত্রীকে। টাকা দিতে অস্বীকার করায় স্ত্রীকে সন্তানসহ তার পিতার বাড়িতে পাঠিয়ে দেন। গত ১৩ ডিসেম্বর তারিক-উজ-জামান তার শ্বশুর বাড়ি আসেন। এ সময় তার স্ত্রী-সন্তানকে নিয়ে যেতে বললে যৌতুকের টাকা ছাড়া নেবেন না বলে জানিয়ে চলে যান। বিষয়টি মীমাংসায় ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *