মিয়ানমার সীমান্ত রক্ষীর গুলিতে বাংলাদেশী নিহত

নিউজটি শেয়ার লাইক দিন

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ নাফনদে মাছ ধরতে গিয়ে মিয়ানমার সীমান্তরক্ষীর গুলিতে বাংলাদেশি এক জেলে নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। নিহত বাংলাদেশি জেলের লাশ বুধবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে নাফনদের পানিতে ভেসে উঠে। তবে নদের মিয়ানমার অংশে লাশ ভাসতে থাকার কারণে গত রাত সাড়ে ১০টা পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি।

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মওলানা নুর আহমদ আনোয়ারি রাতে জানান, এলাকায় বিজিবি ও স্থানীয় বাসিন্দারা লাশ উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে নদীতে পানি বেশি থাকায় ও জোয়ারের গতি বৃদ্ধি পাওয়ায় এখনো মৃতদেহ শনাক্ত করা সম্ভব হয়নি।

 

টেকনাফের বিজিবি-২ ব্যাটালিয়ানের কমান্ডিং অফিসার লে. কর্নেল শেখ খালিদ মো. ইফতেখার বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বিজিবি ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার চেষ্টা চালিয়ে যাচ্ছে। মৃতদেহটি পাওয়ার পরই মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনীর সাথে যোগাযোগ করা হবে বলে তিনি জানান।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মওলানা নুর আহমদ আনোয়ারি জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডেও মিজ্জিরছড়া নামক গ্রামের বাসিন্দা মোহাম্মদ ইলিয়াস (৪০) ও গুরা মিয়া (৩৫) নামের দুই ব্যক্তি নাফনদে মাছ ধরতে যান। রাতে মিয়ানমারের সীমান্তরক্ষী বিজিপি সদস্যরা জেলেদ্বয়কে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে নদের পানিতে ঢলে পড়ে ইলিয়াস। অক্ষত অবস্থায় সঙ্গী গুরা মিয়া গতকাল ভোরে ফিরে আসেন ঘরে। এর পরপরই স্থানীয়রা গুলিবিদ্ধ ব্যক্তিকে খুঁজতে নদীতে তল্লাশি চালিয়ে যাচ্ছে। ঘটনার পরপরই সঙ্গী গুরা মিয়া এখবর গ্রামে জানালে লোকজন হোয়াইক্যং বিজিবি ফাঁড়ির সদস্যদের দেয়। পরে বিজিবি সদস্যরা গুরা মিয়াকে সঙ্গে নিয়ে নদের ঘটনাস্থলে অবস্থান নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *