ভেঙে পড়ল ফারাক্কা ব্যারেজের সেতু, একাধিক মৃত্যুর আশঙ্কা

নিউজটি শেয়ার লাইক দিন

অনলাইন ডেস্ক: ভেঙে পড়ল ফারাক্কা ব্যারেজে ভারতের নির্মাণাধীন সেতু। ঘটনাস্থলে পৌঁছেছে ভারতের বিপর্যয় মোকাবিলা দল এবং মালদহ পুলিশ। এ ঘটনায় এক ইঞ্জিনিয়ার নিহত ও ছয়জন শ্রমিক গুরুতরভাবে আহত হয়েছেন বলে জানা গেছে। তবে ভারতীয় গণমাধ্যম এ ঘটনায় একাধিক মৃত্যুর আশঙ্কা প্রকাশ করেছে।

বলা হয়েছে, ব্রিজের কাজ শুরুর দেড় বছরের মধ্যেই এই ব্রিজ ভেঙে পড়ল। আহতদের মধ্যে তিনজন শ্রমিককে মালদহ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। মালদহের এই ঘটনায় কংগ্রেস বিধায়ক মইনুল হক জানিয়েছেন, এক ইঞ্জিনিয়ারের মৃত্যু হয়েছে এবং প্রথমে একজন শ্রমিকের আশঙ্কাজনক পরিস্থিতির খবর পাওয়া গেলেও পরে জানা যায় তিনজন শ্রমিক বর্তমানে আশঙ্কাজনক।
রবিবার, ফারাক্কা এবং মালদহের মাঝে নির্মাণাধীন এই ব্রিজের এক নম্বর এবং দুই নম্বর পিলারের মাঝে গার্ডার বসাতে গিয়ে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। সূত্র : কলকাতা ২৪x৭।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *