ভারত ফেরত ১৪২ জনের মধ্যে ১১ জনের দেহে করোনা শনাক্ত

নিউজটি শেয়ার লাইক দিন

সাতক্ষীরা প্রতিনিধি: সম্প্রতি সময়ে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারত ফেরত ১৪২ জনের মধ্যে ১১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

ভারত থেকে ফেরত আসার পর জেলার বিভিন্ন স্থানে ১৪ দিনের কোয়ারেন্টিন শেষে গতকাল মঙ্গলবার তাঁদের নমুনা নিয়ে পরীক্ষা করানো হয়।পরীক্ষার পর এক পর্যায়ে আগত ১১ জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়।

বুধবার দুপুরে  সাতক্ষীরা সিভিল সার্জন চিকিৎসক হুসায়েন সাফায়াত বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

 

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ভারত থেকে আসা পাসপোর্টের যাত্রী ৩৩৭ বাংলাদেশিকে ৫ মে থেকে বিভিন্ন সময় সাতক্ষীরা শহরে সরকার নির্ধারিত কয়েকটি কেন্দ্রে কোয়ারেন্টিনে রাখা হয়। তাঁদের মধ্যে ১৪২ জনের ১৪ দিন কোয়ারেন্টিনের মেয়াদ গতকাল শেষ হয়। নিয়মানুযায়ী হোটেল ছাড়ার আগে ওই দিন তাঁদের নমুনা নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর–ল্যাবে পরীক্ষা করা হয়। এতে দেখা যায়, ১১ জন করোনা ‘পজিটিভ’।

ওই ১১ জন হলেন মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার দীপা মণ্ডল (২৭), সাতক্ষীরা সদর উপজেলার বৈকারি গ্রামের সোনালী সুলতানা (৩২), আশাশুনি উপজেলার সন্তোষ কুমার মণ্ডল (৪৩), একই উপজেলার আবদুল মান্নান (৪৮), পাটকেলঘাটা উপজেলার ঝড়গাছা গ্রামের দীপিকা রানী ঘোষ (৩০), বাগেরহাটের মনির মোল্লা (৪০), তাঁর স্ত্রী সাহিদা বেগম (৩২), শিশুসন্তান জাহিদ ইমরান (৫), খুলনার মো. আক্তার (৩০) ও কাজী আশিকুজ্জামান (৩০) এবং রংপুরের কাকুলি বেগম (২৮)।

সিভিল সার্জন হুসাইন সাফায়েত বলেন, করোনা শনাক্ত হওয়া ১১ জনকে সাতক্ষীরা মেডিকেল কলেজের হাসপাতালে করোনা ইউনিটে ভর্তির প্রক্রিয়া চলছে। করোনা ‘নেগেটিভ’ আসা বাকি ১৩১ জন ছাড়পত্র নিয়ে বাড়িতে ফিরতে পারবেন। যে ১১ জনের করোনা শনাক্ত হয়েছে, তাঁরা করোনার ভারতীয় ধরনে সংক্রমিত কি না, এখনই তা বলা যাচ্ছে না। আরও পরীক্ষা-নিরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *