ভারতের কাশ্মীর সীমান্তে ফের গোলাবর্ষণে ১০ জন নিহত

নিউজটি শেয়ার লাইক দিন

আন্তর্জাতিক ডেস্ক: ভারত ও পাকিস্তান সীমান্ত রেখায় ফের গোলা বর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনা দুই দেশের অন্তত ১০ জনের মৃত্যুর খবর দিয়েছে বিবিসি বাংলা।

ভারতের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, গতরাতে কাশ্মীর সীমান্তে হঠাৎ পাকিস্তানি সেনারা গোলা বর্ষণ করেন এবং পাকিস্তানি এসব গোলায় তাদের কমপক্ষে তিনজন নিরাপত্তারক্ষী ও অন্তত তিনজন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে।

অন্যদিকে পাকিস্তানের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, গত রাতে হঠাৎ করে পাকিস্তান অধিকৃত কাশ্মীর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ও গোলা বর্ষণ করেন।এ ঘটনায় পাকিস্তানের সীমান্তের ৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত অর্ধশত।

উল্লেখ্য গত শনিবার পাকিস্তানের সৈন্যদের সাথে গোলাগুলিতে ভারতের তিনজন সেনা মারা গিয়েছিল।

পাকিস্তানের সেনাবাহিনীর জনসংযোগ অধিদপ্তরের কর্মকর্তা এক টুইট বার্তায় জানিয়েছেন, ভারতীয় সেনাবাহিনীর পোস্ট হতে হঠাৎ করে পাকিস্তানি কাশ্মীর সীমান্তে গোলা বর্ষণ করে। এ সময় পাকিস্তানি সেনাবাহিনীর আত্মরক্ষার্থে পাল্টা গোলাবর্ষণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *