বেনাপোল বন্দরের চুরাই মালামালসহ আটক ৩

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের বেনাপোল বন্দরের চুরাই মালামালসহ তিন যুবক আটক হয়েছে। শুক্রবার ভোর পাঁচটার দিকে বেনাপোল ছোটআঁচড়া নতুন থানা ভবনের সামনে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন বেনাপোল পোর্ট থানার পুলিশ।

আটককৃতরা হলেন, যশোর ঝিকরগাছা উপজেলার পুরোন্দপুর দক্ষিণপাড়া এলাকার আইয়ুব আলীর ছেলে ইমামুল (২৯), ঝিকরগাছা এলাকার বামনআলী বাইসাপাড়া এলাকার মৃত আব্দুল হাই এর ছেলে রিপন হোসেন (৪৩)ও বেনাপোল ভবেরবেড় গ্রামের মৃত্যু রহমত আলীর ছেলে সাইফুল ইসলাম (২৮)।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে,১২৪ পিচ লোহার পাত যার মোট ওজন-২০ মণ, মোট মূল্য অনুমান-৮০ হাজার টাকা, ১২ বস্তা লোহার কুচি, প্রতি বস্তায় ১.৫ মণ করে, মোট-১৮ মণ, মূল্য ৯ হাজার টাকা, একটি স্যালো ইঞ্জিন চালিত আলম সাধু গাড়ী, যার মূল্য ৮০ হাজার টাকা। সর্ব মোট জব্দকৃত মালামালের মূল্য-১ লাখ ৬৯ হাজার টাকা ।

 

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল ভূঁইয়া বলেন, আটককৃতরা একটি সঙ্ঘবদ্ধ চোর-চক্রের সক্রিয় সদস্য। তারা রাতের আঁধারে বন্দরের ভিতরে প্রবেশ করে এসব মালামাল চুরি করে। ভোর রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি একটা আলম সাধুতে করে মালামাল গুলো যশোরের দিকে নেয়া হচ্ছে। এ সময়ে ফোর্স নিয়ে বেনাপোল ছোটআঁচড়া বাইপাস সড়কের নতুন থানভবনের সামনে অভিযান চালিয়ে তাদেরকে এসব মালামালসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে চুরির মামলা দেওয়া হয়েছে। আগামীকাল তাদেরকে আদালতে হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *