বেনাপোল কাস্টমসে অর্থবছরে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ৬ হাজার ২৪৪ কোটি

নিউজটি শেয়ার লাইক দিন

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল কাস্টমস হাউজে ২০২০-২১ চলতি অর্থবছরে ভারত হতে আমদানিকৃত পণ্য থেকে ৬ হাজার ২৪৪ কোটি টাকা রাজস্ব আহরণের  লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বেনাপোল কাস্টমস হাউজকে রাজস্ব আয়ের এ লক্ষ্যমাত্রা বেঁধে দেয়। চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রা পরিমান গত অর্থবছরের চেয়ে ২১৫ কোটি ৬৬ লাখ টাকা বেশি নির্ধারণ করা হয়েছে। রাজস্বের লক্ষ্যমাত্রার এ তথ্যটি জানান বেনাপোল কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা গোলাম সরোয়ার।

এর আগে গত ২০১৯ -২০ অর্থ বছরে বেনাপোল কাস্টমসে রাজস্বের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৬ হাজার ২৮ কোটি ৩৪ লাখ টাকা। এ অর্থবছর শেষে আদায় হয় মাত্র ২ হাজার ৬৩৬ কোটি ৬৩ লাখ টাকা। ঘাটতি হয়েছিল ৩ হাজার ৩৯২ কোটি ২২ লাখ টাকা। এসময় সময় ভারত থেকে আমদানি পণ্যের পরিমান ছিল ১৭ লাখ ৭৮ হাজার ৬২৮ মেট্রিক টন।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *