বেনাপোলে আড়াই কোটি টাকা মূল্যের স্বর্ণের বারসহ আটক-৩

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: বেনাপোল সীমান্তে আড়াই কোটি টাকা মূল্যের দুই কেজি ৯৪০ গ্রাম ওজনের ৪টি স্বণের্র বারসহ তিন পাচারকারী আটক হয়েছে।

আটককৃতরা হলেন, ঝিনাইদহের মহিউদ্দীনের ছেলে সাইদুর রহমান মাজেদ (৩৩), যশোরের নাসির আলীর ছেলে সাইফুল ইসলাম (৩৬) ও শার্শার গ্রামের রেজাউল চৌধুরীর ছেলে মাসুদ চৌধুরী বাবু (৩১)।

বুধবার (৩০শে আগস্ট) দুপুরে বেনাপোল দৌলতপুর সীমান্ত থেকে এসব স্বর্ণের বারসহ তাদেরকে আটক করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময়ে বিজিবি সদস্যরা স্বর্ণ পাচারের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করেন।

 

বিষয়টি নিশ্চিত করে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর বেনাপোল দৌলতপুর সীমান্তে অভিযান চালিয়ে প্রাইভেটকারসহ ওই তিনজনকে আটক করা হয়। পরে তাদের দেহে তল্লাশি করে চারটি স্বর্ণের বার পাওয়া যায়। এসব স্বর্ণের ওজন ২ কেজি ৯৪০ গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য আড়াই কোটি টাকা। স্বর্ণ উদ্ধারের ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করে তাদেরকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূইয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *